ইসলামপুরে নিজ পরিবারের ওপর নির্যাতনের অভিযোগ—পুলিশ কনস্টেবল রেজাউলের বিরুদ্ধে মা-ভাইবোনদের সংবাদ সম্মেলন

মোঃ মনির হোসেন, ইসলামপুর (জামালপুর)থেকে : জামালপুরের ইসলামপুর উপজেলার সাবেক কৃষিমন্ত্রীর গানম্যান পুলিশ কনস্টেবল রেজাউল করিম (স্ট্যালিন) এর বিরুদ্ধে ভূমি দখল, ক্ষমতার অপব্যবহার এবং ঘর নির্মাণে বাধা দেওয়ার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন তারই মা, ভাই ও বোনেরা।

সোমবার (৮ ডিসেম্বর )সকালে কাচারীপাড়া এলাকায় নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এ অভিযোগ করেন।

বড় ভাই মাসুদ করিম পারভেজ অভিযোগ করে বলেন,রেজাউল করিম দীর্ঘদিন ধরে পুলিশি চাকরির প্রভাব খাটিয়ে পৈত্রিক সম্পত্তি দখলের চেষ্টা চালিয়ে আসছেন। আমরা নিজ জমিতে ঘর নির্মাণ করতে গেলে তিনি বাধা দেন, ভয়ভীতি দেখান এবং নির্মাণ সামগ্রী নষ্ট করে ফেলেন।

মা জেবুন আক্তার জানান,
আমার ছয় সন্তানের মধ্যে আগেই সম্পত্তি ভাগ করে দিয়েছি। কিন্তু আমার তৃতীয় ছেলে রেজাউল করিম পুলিশি ক্ষমতা ব্যবহার করে অন্য ভাইবোনদের দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে হয়রানি ও নির্যাতন করে আসছে।

পরিবারের অভিযোগ, রেজাউলের ক্ষমতার অপব্যবহার এমন পর্যায়ে পৌঁছেছে যে এলাকার কেউই তার বিরুদ্ধে মুখ খুলতে সাহস পায় না। নিজ জমিতে ঘর তুলতে গেলেই হামলা, হুমকি ও ভয়ভীতির ঘটনা ঘটছে প্রায়ই। বিভিন্ন দপ্তরে অভিযোগ করেও তারা ন্যায়বিচার পাচ্ছেন না বলে দাবি করেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত কয়েকজন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও প্রতিবেশী রেজাউল করিমের দীর্ঘদিনের প্রভাব বিস্তার ও পরিবারটির অভিযোগের সত্যতা নিশ্চিত করেন।

পরিবারটি সরকারের উচ্চ মহলের জরুরি হস্তক্ষেপ কামনা করে বলেন,
আমরা শুধু ন্যায়বিচার ও নিরাপত্তা চাই। আমাদের পৈত্রিক জমি রক্ষা করে শান্তিতে বসবাসের অধিকার ফিরিয়ে দিন।
এছাড়া সম্ভাব্য মিথ্যা মামলা, হয়রানি ও হামলা থেকে সুরক্ষায় স্থানীয় প্রশাসনের কার্যকর ভূমিকার দাবি জানান ভুক্তভোগীরা।

পূর্বের খবরঅনলাইন জুয়া ও মাদক মুক্ত যুব সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই – ফারাহ্ শাম্মী এনডিসি
পরবর্তি খবরইসলামপুরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত