অনলাইন জুয়া ও মাদক মুক্ত যুব সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই – ফারাহ্ শাম্মী এনডিসি

আরিফ রববানী ময়মনসিংহ।।
মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহার করে অনলাইন জুয়াসহ যে কোন অপরাধ মুক্ত করা মাদক থেকে তরুণ সমাজকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা শুধু শরীরকে সুস্থ রাখে না, সমাজকেও সুস্থ রাখে। আমাদের সবাইকে খেলাধুলার প্রতি উদ্বুদ্ধ হতে হবে। একমাত্র খেলাধুলাই যুব সমাজকে মাদক ও অনলাইন আসক্ত থেকে মুক্ত রাখতে পারে।

রবিবার (৭ডিসেম্বর) সকালে ময়মনসিংহ জিলা স্কুল হোস্টেল মাঠে আয়োজিত ময়মনসিংহের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আলমগীর মনসুর (মিন্টু) মেমোরিয়াল কলেজের ৩১ তম বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক সপ্তাহ-২০২৫ খ্রি. এর চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণী উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী এনডিসি।

তিনি আরো বলেন যে কোন খেলাধুলাই তরুণদের মাঝে ঐক্য, শৃঙ্খলা ও দেশপ্রেম জাগ্রত করে। তাই প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে খেলাধুলাকে প্রাধান্য দিতে হবে। কারণ খেলাধুলার চর্চা বাড়লে সামাজিক অপরাধ কমে যাবে এবং যুবসমাজ মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষা পাবে। এসময় তিনি জানান-আমি যতদিন ময়মনসিংহে আছি যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখার মাধ্যমে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে হলেও এই বিভাগকে কে মাদক মুক্ত ও খেলাধুলার স্হান হিসেবে গড়ে তুলবো। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে যেন ময়মনসিংহের যুবসমাজ খেলাধুলায় অবদান রাখতে পারে সেই ভূমিকা রাখবো।

আলমগীর মানসুর মেমোরিয়াল মিন্টু কলেজের গভর্নিং বডির সভাপতি এ কে এম শফিকুল ইসলামের সভাপতিত্বে ও কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোস্তাক আহমেদ এর সার্বিক তত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-আলমগীর মানসুর মেমোরিয়াল মিন্টু কলেজের গভর্নিং বডির বিদ্যুৎশাহী সদস্য আজহারুল ইসলাম, অধ্যাপক ড.মোঃ কামরুল হোসেন, হিতৈষী সদস্য মোঃ রুকুনুজ্জামানসহ জেলার বিভিন্ন পেশাশ্রেণীর ব্যক্তিবর্গ, অভিভাবকগণ।

পূর্বের খবরনজরুল বিশ্ববিদ্যালয়ে বিএনএফ শিক্ষাবৃত্তির চেক বিতরণ
পরবর্তি খবরইসলামপুরে নিজ পরিবারের ওপর নির্যাতনের অভিযোগ—পুলিশ কনস্টেবল রেজাউলের বিরুদ্ধে মা-ভাইবোনদের সংবাদ সম্মেলন