ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন মহাপরিচালক

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি :
ময়মনসিংহের ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো: আবু জাফর। এসময় তিনি সেবার মানোন্নয়নে কঠোর নির্দেশনা প্রদান করেন।

আকস্মিক ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে আসেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. মো: আবু জাফর।

এসময় তিনি হাসপাতালের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। পরে তিনি হাসপাতালের ওয়ার্ডগুলো পরিদর্শন করে রোগীদের সাথেও কথা বলেন। এছাড়াও হাসপাতালের স্বাস্থ্যসেবা দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন।

ত্রিশাল উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স পরিদর্শনে আসলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জিয়াউল বারী মহাপরিচালক অধ্যাপক ডা. মো: আবু জাফর কে ফুলেল শুভেচ্ছা জানান।

এসময় উপস্থিত ছিলেন, বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. প্রদীপ কুমার সাহা, সিভিল সার্জন ডা. ফয়সাল আহমেদ এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জিয়াউল বারি।

স্বাস্থ্যসেবার শীর্ষ কর্মকর্তাদের পরিদর্শনের সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জিয়াউল বারী হাসপাতালের বিভিন্ন সমস্যাগুলো উপস্থাপন করলে দ্রুত তা সমাধান করার আশ্বাস প্রদান করেন।

পরিদর্শন ও মতবিনিময় হাসপাতালের স্বাস্থ্যসেবার মান বৃদ্ধিতে এক নতুন দিগন্ত হিসেবে কাজ করবে বলে মনে করছেন স্থানীয়রা।

পূর্বের খবরময়মনসিংহে দারুল আমীন স্কলার মাদ্রাসায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহাফিল
পরবর্তি খবরনজরুল বিশ্ববিদ্যালয়ে বিএনএফ শিক্ষাবৃত্তির চেক বিতরণ