ময়মনসিংহে দারুল আমীন স্কলার মাদ্রাসায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহাফিল

স্টাফ রিপোর্টারঃ
বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া দ্রুত সুস্থতা ও রোগ মুক্তি কামনায় দোয়া মাহাফিল ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

শনিবার(৬ই ডিসেম্বর) বাদ মাগরিব ময়মনসিংহ নগরীর পন্ডিত পাড়া এলাকায় দারুল আমীন স্কলার মাদ্রাসায় আয়োজিত উক্ত দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং দেশের শান্তি সমৃদ্ধি কামনা করা হয়।

এ সময় দোয়া মাহাফিল ও মোনাজাত পুর্ববর্তী সংক্ষিপ্ত আলোচনায় খালেদা জিয়ার দ্রুত সুস্হতা ও দীর্ঘায়ু কামনা করে উপস্থিত সকলের দোয়া প্রত্যাশা করে বক্তব্য রাখেন জেলা কৃষক দলের আহ্বায়ক মোঃ এনামুল হক আকন্দ লিটন।

এসময় তিনি বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের জন্য যে ত্যাগ স্বীকার করেছেন, তা অনস্বীকার্য। সবচেয়ে সংকটময় মুহূর্তেও তিনি দেশত্যাগ করেননি। তার এক ছেলে মৃত্যুবরণ করেছেন, আরেক ছেলে কারাবন্দি থাকা অবস্থায় বিদেশে যাওয়ার প্রস্তাব পেয়েও তিনি দেশ ছাড়েননি। ফ্যাসিস্ট শাসনামলে তাকে ন্যূনতম সম্মানও দেওয়া হয়নি।”

তিনি আরও বলেন, “আল্লাহর কুদরতে আজ তাকে ভিভিআইপি ব্যক্তি হিসেবে ঘোষণা করা হয়েছে। দেশের ক্রান্তিলগ্নে দলমত নির্বিশেষে সবাই উপলব্ধি করেছে, তিনি জাতির জন্য কতটা প্রয়োজনীয়। আমরা তার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনায় আন্তরিকভাবে আল্লাহর দরবারে দোয়া করি।”

উক্ত দোয়া মাহফিলে দৈনিক ময়মনসিংহ প্রতিদিন পত্রিকার সম্পাদক ও প্রকাশক ড.ইদ্রিস খান,বিএনপি নেতা মোস্তফা কামাল,আব্দুল হাফিজ সানোয়ার, দারুল আমিন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ সিরাজুল ইসলাম ও অন্যান্য শিক্ষক ও সকল কোমলমতি শিক্ষার্থী ছাত্র ছাত্রীবৃন্দসহ
এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পূর্বের খবরকেরাণীগঞ্জে সাংবাদিক ফয়সাল এর ওপর মাদক ব্যবসায়ীর হামলা: বিএমইউজে নিন্দা প্রতিবাদ
পরবর্তি খবরত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন মহাপরিচালক