ইসলামপুরে রাষ্ট্রসংস্কার ও ভূমিহীন ন্যায়বিচার প্রতিষ্ঠার দাবিতে সংস্কার সমাবেশ

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি:
নির্বাচনকে মাফিয়াদের মধ্যে ক্ষমতা ভাগাভাগির পরিবর্তে দেশ বদলের নির্বাচনে পরিণত কর— এ স্লোগানকে সামনে রেখে জামালপুরের ইসলামপুরে অনুষ্ঠিত হলো ভূমি সংস্কার সমাবেশ।

শুক্রবার (৫ ডিসেম্বর ২০২৫) দুপুর ২টায় গুঠাইল বাজারের পাইলিং পাড় এলাকায় বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন ও বাংলাদেশ ভূমিহীন আন্দোলন, জামালপুর জেলা শাখার যৌথ উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে ভূমি ও কৃষি সংস্কারের বিস্তৃত দাবি তুলে ধরা হয়। বক্তারা বলেন, দেশের সম্পদ ও রাষ্ট্রক্ষমতার ওপর জনগণের প্রকৃত মালিকানা প্রতিষ্ঠা ছাড়া স্বাধীনতা পূর্ণতা পায় না।

সমাবেশে যে ছয়টি মূল দাবি উত্থাপন করা হয় ভূমি ও কৃষি সংস্কার বাস্তবায়ন, কৃষিপণ্যের মূল্য নির্ধারণে কৃষকের মতামত বাধ্যতামূলক করা, হাট-ঘাট-জলাশয়ের ইজারা প্রথা বাতিল
,অবৈধ অর্থ উদ্ধার ও গণমুখী বিনিয়োগ জাতীয় সংস্থা গঠনের প্রস্তাবিত আইন কার্যকর করা, নদীর বুকে জেগে ওঠা চর পূর্বের মালিক ও ভূমিহীনদের মধ্যে ন্যায্য বরাদ্দ দেওয়া, রাষ্ট্রের ক্ষমতা ও সম্পদে জনগণের মালিকানা প্রতিষ্ঠার লক্ষ্যে রাষ্ট্রের পূর্ণাঙ্গ সংস্কার।

বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের জাতীয় নির্বাহী কমিটির কার্যকরী সদস্য ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর ২ আসনের বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন ও গনতন্ত্র মঞ্চ মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোঃ হিরু মিয়ার সভাপতিত্ব এবং বাংলাদেশ রাষ্ট্রসংস্কার আন্দোলন জামালপুর জেলা শাখার আহবায়ক মোঃ ছইবর রহমানের সঞ্চালনায় অতিথিদের মাঝে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের সাধারণ সম্পাদক শেখ নাসির উদ্দিন, সাংগঠনিক মোঃ জিয়াউল হক, দপ্তর সম্পাদক ছামিউল আলম রাশু, আরিফুল ইসলাম জুয়েল, মহসিন প্রমুখ।
এসময় বক্তারা বলেন, দেশের কৃষক, শ্রমজীবী, ভূমিহীন ও বঞ্চিত মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা না হলে রাষ্ট্র কখনোই জনগণের হবে না। তাই চলমান আন্দোলনকে জাতীয় পর্যায়ে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান তারা।

পূর্বের খবরখালেদার সুস্থতার জন্য ময়মনসিংহবাসীর কাছে দোয়া চাইলেন ওয়াহাব আকন্দ
পরবর্তি খবরইসলামপুরে ছাত্র-যুব ও নাগরিক সমাবেশ অনুষ্ঠিত