ময়মনসিংহে বিনা’র ডিজির কক্ষে তালা ঝুলিয়ে অপসারণ দাবিতে ৪র্থ দিনেও বিক্ষোভ অব্যাহত

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ১৯ মার্চ :
ময়মনসিংহের বাংলাদেশ পরমাণু কৃষি গবেষনা ইনস্টিটিউটের (বিনা) মহা-পরিচালক (ডিজি) ড. মো. আবুল কালাম আজাদের অফিস কক্ষে তালা ঝুলিয়ে তাঁর অপসারণের দাবিতে ৪ র্থ দিনের মত বিক্ষোভ মিছিল করছেন বিক্ষুব্ধ বিজ্ঞানী, কর্মকর্তা, কর্মচারী ও এলাকাবাসী।

এ সময় বিক্ষোভকারীরা মহাপরিচালকের অপসারণ দাবি করে নানা স্লোগান দেন, অন্যথায় আরও কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন।

মঙ্গলবার (১৯ মার্চ) দুপুরে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিনা ভবন এলাকায় এ বিক্ষোভ মিছিল ও তালা দেওয়ার ঘটনা ঘটে। এর আগে গত ৩ দিন যাবত একই কর্মসূচি পালন করে আসছে আন্দোলনকারীরা।

এসময় বিনার প্রকল্প পরিচালক ড.মাহবুবুল আলম তরফদারের নেতৃত্বে বিক্ষোভে মিছিলে উপস্থিত ছিলেন, বিনার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. রেজা মোহাম্মদ ইমন, কৃষিবিদ মো. আব্দুর রশিদ, ড. আশিকুর রহমান, ড. হাসানুজ্জামান, শেরপুর বিনার ভারপ্রাপ্ত কর্মকর্তা কৃষিবিদ মোঃ ফরহাদ হোসেন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি শফি আহমেদ দিপু, মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারন সম্পাদক সোহাগ কবির, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সহ-সভাপতি শরীফুল ইসলাম, জাহিদুল ইসলাম, যুগ্ম সাধারন সম্পাদক আব্দুর রশিদ প্রমুখ।

বক্তারা বলেন, গত ৪ আগষ্ট ছাত্র-জনতার বিপক্ষে লাঠি মিছিলে নেতৃত্ব দিয়েছেন ডিজি, পরিবর্তিত প্রেক্ষাপটেও ২৭ ছাত্রলীগ নেতার পদোন্নতি চূড়ান্ত করা হয়েছে, বঞ্চিতদের জৈষ্ঠ্যতা প্রদানে পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত বাস্তবায়নে গড়িমসি, পালিয়ে অফিস করাসহ নানা বিতর্কিত কর্মকান্ডে জড়িত ডিজি আবুল কালাম। তাঁর অপসারণ না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। ফ্যাসিস্ট এই দোসরের সঙ্গে কোন ভাবেই অফিসের কর্মকর্তা কর্মচারীরা এক হতে পারছে না। তিনি এখানে আওয়ামী দোসরদের ঐক্যবদ্ধ করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন বলে তারা বক্তব্যে জানিয়েছেন।

পূর্বের খবরগাজায় ইসরায়েলি বাহিনীর গণহত্যার প্রতিবাদে ময়মনসিংহে মানব্বন্ধন
পরবর্তি খবর১৯ তম রোজার ফজিলত : পৃথিবীর সকল পাথর-কংকর টিলা- টংকর রোজাদারের জন্য দোয়া করতে থাকে