গাজায় ইসরায়েলি বাহিনীর গণহত্যার প্রতিবাদে ময়মনসিংহে মানব্বন্ধন

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ১৯ মার্চ :
ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে ময়মনসিংহে মানববন্ধন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ময়মনসিংহ মহানগর শাখার নেতাকর্মীরা।

বুধবার (১৯ মার্চ) দুপুরে নগরীর সিকে ঘোষ রোড এলাকায় ঘন্টাব্যাপী এ মানব্বন্ধন কর্মসূচি পালন করা হয়।

মহানগর ইসলামি ছাত্র শিবিরের সভাপতি শরীফুল ইসলাম খালিদের সভাপতিত্বে মানব্বন্ধন উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় ছাত্র শিবিরের এইচআরডি সম্পাদক শরীফ মাহমুদ, ময়মনসিংহ জেলা ছাত্র শিবিরের সভাপতি এমদাদ হোসাইন, বিজ্ঞান ছাত্র অধিকার সম্পাদক শফিউল ইসলাম রাহাত, বাকৃবি শাখা ছাত্র শিবিরের সভাপতি ফখরুল ইসলাম প্রমুখ।

পূর্বের খবরত্রিশালে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার
পরবর্তি খবরময়মনসিংহে বিনা’র ডিজির কক্ষে তালা ঝুলিয়ে অপসারণ দাবিতে ৪র্থ দিনেও বিক্ষোভ অব্যাহত