ফারুক আহমেদ :
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে প্রয়াত কর্মচারী সুলতান, শহিদুল্লাহ, শাহনাজ বেগম ও আবুল হোসেনের স্মরণে বিশেষ ইফতার ও দোঁয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় সর্বস্তরের কর্মচারীদের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির চতুর্থ তলায় এ আয়োজন সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী এবং রেজিস্টার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. মিজানুর রহমান। এছাড়াও অনুষ্ঠানে অংশ নেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. এমদাদুল হুদা, বিশ্ববিদ্যালয়ের প্রক্টরসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা। অনুষ্ঠানে প্রয়াতদের স্মরণে তাঁদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।