ষ্টাফ রিপোর্টার :
গত পনের বছরে আওয়ামী লীগ নির্বাচনের নামে প্রহসণ করে অনির্বাচিত শাসনে দেশের রাষ্ট্র কাঠামো ধ্বংস করে দিয়েছিল, একথা উল্লেখ করে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন , জনগণের অংশগ্রহণে নির্বাচনের মাধ্যমে দেশের ওপর জনগণের মালিকানা নবায়নই হবে সবচেয়ে বড় সংস্কার । সংস্কার প্রক্রিয়ায় দীর্ঘসূত্রিতা নির্বাচনকে প্রলম্বিত করবে , পাশাপাশি স্বার্থান্বেষী মহল যড়যন্ত্র করে দেশকে অস্থিতিশীল করে তুলবে ।
আজ বিকেলে তিনি হলুয়াঘাটের বীরমুক্তিযোদ্ধা , প্রশাসনিক ও বেসরকারী কর্মকর্তা , রাজনৈতিক নেতৃবৃন্দ , বিভিন্ন শ্রেণি ,পেশা ,জাতি, ধর্মীয় নেতৃবৃন্দ , ক্রীড়া সংগঠক , সাংস্কৃতিক কর্মী, সাংবাদিক ,ছাত্র গণ অভ্যুত্থানে শহিদ পরিবারের সদস্য ও আহতদের সম্মানে ইফতার মাহফিলের অয়োজন করেন ।
হলুয়াঘাট সরকারী শহীদ স্মৃতি ডিগ্রী কলেজ মাঠে অনুষ্ঠিত ইফতারের পূর্বে উপস্থিত সকলকে স্বাগত জানিয়ে বক্তব্যও রাখতে গিয়ে এমরান সালেহ প্রিন্স এসব কথা বলেন ।
তিনি হলুয়াঘাটের উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করে বলেন , হলুয়াঘাট হচ্ছে আলোর নিচে অন্ধকার । অপার সম্ভাবনা থাকা সত্ত্বেও হালুয়াঘাটের কাংক্ষিত উন্নয়ন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে এমরান সালেহ প্রিন্স বলেন ফ্যসিবাদের অবসানের পর নতুন বাংলাদেশের অভিযাত্রায় অবহেলিত হালুয়াঘাটকে আলোকিত জনপদে পরিনত করা হবে । হালুয়াঘাটে বেকার সমস্যার সমাধানে কর্মসংস্থানের লক্ষ্যে শিল্প কলকাখানা স্থাপন, মাদক নির্মুল, রাস্তা ঘাট , ব্রিজ কালভার্ট , শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে সমন্বিত পরিকল্পনা গ্রহণ করা হবে । তিনি বলেন বিএনপি উন্ননের রাজনীতি করে , উন্নয়ণ নিয়ে রাজনীতি ঘৃণা করে । বিএনপির কাছে সবার উপরে বাংলাদেশ , সেটা দলীয় স্বার্থ ক্ষতিগ্রস্ত হলেও বিএনপি দেশ ও জাতিকে প্রাধান্য দেয় । তিনি বলেন, বিএনপি দেশ ও জনগণের স্বার্থে বাস্তবভিত্তিক রাজনীতি করে । দেশ ও জনকল্যানে যা কিছু ভালো , দলীয় স্বার্থের বাইরে গেলেও বিএনপি তা গ্রহণ করতে দ্বিধা করে না । কিন্তু দেশ ও জনগণের ক্ষতি হয় , এমন কোন কাজ বিএনপি করতে পরে না । সংস্কার নিয়ে সবাই যখন নিশ্চুপ ছিলেন , বিএনপি আওয়ামী ফ্যসিবাদের রক্ত চক্ষু উপেক্ষা করে সর্ব প্রথম সংস্কারের কথা বলেছে , এখনও বলছে , ভবিষ্যতে ক্ষমতায় এসে তা বাস্তবায়ণ করবে । নিজেদের লাভ-ক্ষতির চিন্তা করে বিএনপি রাজনীতি করে না । যারা নিজেদের লাভ -ক্ষতির চিন্তা করে নির্বাচন প্রলম্বিত করতে চায় , তারা দেশ ,জাতি ও গণতন্ত্রের ক্ষতি ডেকে আনছে ।তিনি সরকারের প্রতি অবিলম্বে নির্বাচনের রোড ম্যাপ ঘোষণার আহবান জানান ।
ইফতার মাহফিলে সহকারী পুলিশ সুপার সাগর সরকার , হলুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের, উপজেলা প্রকৌশলী আবু মোহাম্মদ ফয়জুল হক , সমবায় অফিসার আবদুল মজিদ ,ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম ,যুগ্ম আহবায়ক মোতাহার হোসেন তালুকদার , জামায়াতে ইসলামী হলুয়াঘাট উপজেলা আমির মোয়াজ্জেম হোসেন , হলুয়াঘাট উপজেলা বিএনপির আহবায়ক আসলাম মিয়া বাবুল , সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবীর ,পৌর বিএনপির আহবায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ ,সদস্য সচিব আবদুল আজিজ খান , সিনিয়র আইনজীবি মাহবুবউল আলম স্বপন , ময়মনসিংহ উত্তর জেলা ছাত্র দলের সভাপতি নাহিদ সাদমান ডুনন , জেল স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মহিবুল হক টুটুল ,
হলুয়াঘাট পূজা উদযাপন কমিটির সভাপতি দেবল সরকার , ট্রাইবেল ওয়েল ফেয়ার এসোসিয়েশনের সভাপতি সুব্রত রেমা , হলুয়াঘাট সরকারি শহীদ স্মৃতি ডিগ্রী কলেজের অধ্যক্ষ স্বপন কুমার ধর , মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবদুল আজিজ ,হলুয়াঘাট প্রেস ক্লাবের সভাপতি হাতেম আলী , সাধারণ সম্পাদক আব্দুর রজ্জাক ,বীর মুক্তিযোদ্ধা আবদুল মজিদ, ছাত্র গণঅভুত্থানে নিহত শহীদ বিজয় ফরাজীর পিতা সাইদুল ফরাজীসহ বিভিন্ন শ্রেণী পেশার বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।
ইফতারের পূর্বে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মুনাজাত করা হয় ।