ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি :
ময়মনসিংহের ত্রিশালে হালিমা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও পুরুস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার স্কুল খেলার মাঠে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাঁঠাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরে আলম ছিদ্দিকী। স্কুল প্রধান শিক্ষক সুলতান আহমেদের সভাপতিত্বে ও সহকারি শিক্ষক আমিনুল ইসলামের সঞ্চালনায় খেলা উদ্বোধন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মফিজুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপার ভাইজার শাহানা আক্তার, কাঁঠাল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আজহারুল ফয়েজ মুঞ্জু,ত্রিশাল প্রেসক্লাবের সভাপতি খোরশিদুল আলম মজিব,কাঁঠাল ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক আতিকুল ইসলাম, মোশাররফ হোসেন রিপন,সহকারি প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, সিনিয়র শিক্ষক মনোজ কান্তি, হাফিজুর রহমান, শরির র্চচা শিক্ষক রেফায়েত উল্লাহ,মাও. আব্দুল্লাহ , হোসনে আরা বেগম,নুরুন্নাহার বেগম,ফাহমিদা পারভীন প্রমুখ। পরে অতিথিরা বিজয়ীদের মাঝে পুরুস্কার তুলে দেন।