ফারুক আহমেদ :
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার আমিরাবাড়ী ইউনিয়নের গুজিয়াম পুরাতন কাশিগঞ্জপাড়া ঐতিহ্যবাহী গুজিয়াম ইউথ ক্লাবের উদ্যোগে জিপিএল শর্ট পিচ নাইট ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার রাতে গুজিয়াম পুরাতন কাশিগঞ্জপাড়া মেম্বার বাড়ি মাঠে জমকালো আয়োজনে এই ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন ভালুকা ত্রিশাল মৈত্রী কলেজের প্রভাষক মফিজুল ইসলাম ফকির। আমিরাবাড়ী ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের সদস্য শাহজাহান মিয়ার সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এমদাদুল হক খাঁন, প্রকৌশলী মশিউর রহমান মিশু, বিশিষ্ট ক্রীড়াবিদ মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসেন প্রমুখ। উক্ত টুর্নামেন্ট আয়োজক কমিটিতে রয়েছেন নাজমুল, কামরুজ্জামান, আবদুল্লাহ, মেহেদী, শাহাদাত হোসেন প্রমূখ।