ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ত্রিশাল উন্নয়ন ফোরামের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামুল্যে রোগীদের মাঝে ঔষধ বিতরন করা হয়েছে।
শুক্রবার সরকারি নজরুল একাডেমী মাঠে সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত ক্যাম্পিংয়ের উদ্বোধন করেন উন্নয়ন ফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাবেক অতিরিক্ত সচীব আতাউর রহমান সেলিম।
ত্রিশাল উন্নয়ন ফোরামের সভাপতি অধ্যাপক আব্দুল আউয়ালের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক অধ্যাপক খবিরুজ্জামানের সঞ্চালনায় বক্তব্য রাখেন উন্নয়ন ফোরাম কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ইঞ্জিনিয়ার জয়নাল আবেদীন,সহসভাপতি মনো চাহের ইকবাল সেলিম,ত্রিশাল উন্নয়ন ফোরামের সহসভাপতি নিতাই চন্দ্র রায়, অর্থ কমিটির আহবায়ক মশিউর রহমান দ্বীপক, সাংগঠনিক সম্পাদক এটিএম মনিরুজ্জামান প্রমুখ। চক্ষু, হৃদরোগ, স্ত্রী,শিশু মেডিসিনে আড়াই হাজার রোগীদের বিশেষজ্ঞ ডাক্তার দিয়ে বিনামূল্যে চিকিৎসা সেবা ঔষধ বিতরন করা হয়।