ত্রিশাল (ময়মনসিংহ) সংবাদদাতা :
ময়মনসিংহের ত্রিশালে চকরামপুর ফাজিল (ডিগ্রী) মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বৃহস্পতিবার মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়েছে।বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি ড. মোঃ আশরাফুর রহমান।
চকরামপুর ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার অধ্যক্ষ মো. ওসমান গণির সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ত্রিশাল থানার অফিসার ইনচার্জ মোঃ মনসুর আহামেদ, ত্রিশাল আব্বাসিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফজলুল হক, ভালুকা-ত্রিশাল মৈত্রী কলেজের সহকারী প্রভাষক এনামুল হক, রামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নাজমুল হুদা প্রমূখ। পরে প্রধান অতিথি ডিআইজি ড. মোঃ আশরাফুর রহমান বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।




