ময়মনসিংহে কাবাডি খেলায় ত্রিশাল উপজেলা চ্যাম্পিয়ন

ফারুক আহমেদ :
ময়মনসিংহে অনূর্ধ্ব ১৮ কাবাডি ফাইনাল খেলায় ত্রিশাল উপজেলা চ্যাম্পিয়ন হয়েছে। মঙ্গলবার বিকেলে ময়মনসিংহের সার্কিট হাউস খেলার মাঠে এ খেলা অনুষ্ঠিত হয় ।

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা প্রশাসক মোঃ মুফিদুল আলম, বিশেষ অতিথি ছিলেন জেলা ক্রীড়া অফিসার আল আমিন, ত্রিশাল উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক খোরশিদুল আলম মুজিব, ক্রীড়াাবি মাহাবুল আলম রতন, সুলতান আহমেদ প্রমুখ

খেলায় ত্রিশাল কাবাডি টিম ময়মনসিংহ সদর উপজেলা কাবাডি টিমকে ৩৮-২৩ পয়েন্টের ব্যবধানে পরাজিত করে জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে অতিথিবৃন্দ বিজয়ীদের চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন। কাবাডি কোচ আশরাফ আলী দুলু জানান এই প্রথম কাবাডি খেলায় ত্রিশাল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।

পূর্বের খবরময়মনসিংহে কাবাডি খেলায় চ্যাম্পিয়ন ত্রিশাল
পরবর্তি খবরশেখ মুজিবের বাড়ি যেন ধ্বংসস্তূপ, পুড়ল হাসিনার সুধাসদন