
ষ্টাফ রিপোর্টার : ময়মনসিংহে যৌতুকের দাবিতে স্ত্রীর গলায় ওড়না পেচিয়ে শ্বাসরোধ করে হত্যার ঘটনায় স্বামী সুজন হাসান (২৭)-কে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার ভোর ৪ টার দিকে নারায়নগঞ্জ থেকে তাকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার বিকেলে কোতোয়ালী মডেল থানা পুলিশের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, গত বুধবার সকাল ৮ টার দিকে দাপুনিয়া গোষ্টা ইউনিয়নে পশ্চিমপাড়া নলকুড়িয়া শফিকুল ইসলামের ধান ক্ষেতের পাশের বিলে মৌসুমী আক্তার (২৫)-এর লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের বড় বোন মোছাঃ আয়েশা আক্তার ওরফে শাহনাজ (৪০), বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২০০০ (সং/০৩) এর ১১(ক)/৩০ ধারায় হত্যা মামলা দায়ের করে। জানা গেছে মামলার আসামী সুজন হাসান (২৭), বর্তমানে পুলিশ কনস্টেবল পদে নারায়ণগঞ্জ পুলিশ লাইন্সেকর্মরত।
২০১৮ সালে আসামী সুজন নিহত মৌসুমী আক্তার’কে বিবাহ করে। বিবাহের পর থেকেই যৌতুকের দাবিতে উভয়ের মধ্যে বিরোধ চলে আসছিল। এ বিষয়ে আসামীর স্ত্রী ২০১৯ সালে বিজ্ঞ আদালতে একটি যৌতুকের মামলা করেছিল। সেই মামলায় আসামী দুই মাস জেল খাটেন। পরবর্তীতে তাদের মধ্যে মীমাংসা হলে বাদী মামলা তুলে নেয়।
এরপর পুনরায় যৌতুকের বিষয় নিয়ে তাদের মধ্যে আবারও বিরোধ শুরু হয়। এরই জেরে গত ২৮ ফেব্রুয়ারি আসামী তার শ্বশুরবাড়িতে যায় এবং কৌশলে মৌসুমীকে ১০নং দাপুনিয়া ইউনিয়নস্থ গোষ্টা পশ্চিমপাড়া সাকিনে নলকুড়িয়া বিলের পাশের ধানক্ষেতে রাত অনুমানিক সাড়ে ৮ টার দিকে আসামী মৌসুমীকে ডেকে নিয়ে গলায় ওড়না পেচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায়।