
নিউজ ডেস্ক : ময়মনসিংহের নান্দাইলে সাবেক ইউপি সদস্য (মেম্বার) আবু সাঈদকে হত্যায় জড়িত পিতা-পুত্রকে গ্রেফতার করেছে র্যাব।
গ্রেফতারকৃতরা হলেন নান্দাইল উপজেলার খারুয়া ইউনিয়নের বেলতৈল গ্রামের মৃত আব্দুল জলিলের পুত্র মো.আব্দুস সাত্তার (৭০) ও তারই পুত্র আব্দুল মমিন (১৯)৷
রোববার (২৬ ফেব্রুয়ারি) ভোরে কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার জোয়ারিয়া গ্রাম থেকে তাদের পিতা-পুত্রকে গ্রেফতার করে র্যাব।
ময়মনসিংহ র্যাব-১৪ কার্যালয়ের মিডিয়া অফিসার আনোয়ার হোসেন জানান, গত বুধবার (২২ ফেব্রুয়ারি) সাবেক ইউপি সদস্য আবু সাঈদ বনগ্রাম চৌরাস্তা বাজারে ওষুধ কিনতে যান। সেখানে চা পান করার সময় প্রতিবেশি সাত্তারের সঙ্গে পাওনা টাকার জেরে কথা কাটাকাটি হয়। পরে আবু সাঈদকে কোথাও খোঁজাখুঁজি করে না পেয়ে ওইদিন রাত সাড়ে ৮টায় স্থানীয় একটি পানের বরজে মাটিতে পুঁতে রাখা অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই সময় তার দেহে জখমের চিহ্ন পাওয়া যায়।
এঘটনার পর থেকে আব্দুস সাত্তার ও তার পরিবারের লোকজন বাড়ি থেকে পালিয়ে যান। পরে নিহতের বড় ছেলে আনিছ মিয়া শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) বাদী হয়ে নান্দাইল মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
এর পর থেকেই অভিযান শুরু করে র্যাব। পরে রোববার ভোরে পিতা-পুত্রকে গ্রেফতার করে র্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করে তারা।
র্যাবের এই কর্মকর্তা আরও জানান, পিতা-পুত্রকে পুলিশের হাতে হস্তান্তর করা হয়েছে।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ মুঠোফোনে বলেন,র্যাব-১৪ কর্তৃক গ্রেফতারকৃত আবু সাইদ হত্যা মামলায় জড়িত পিতা ও পুত্রকে থানায় হস্তান্তর করা হয়েছে।