
ময়মনসিংহের হালুয়াঘাটে পুলিশের বিশেষ অভিযানে অবৈধভাবে আমদানি করা ৩০ বোতল ভারতীয় মদসহ দুই মাদক কারবারীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
বুধবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়।
থানা পুলিশ জানায়, মঙ্গলবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রঘুনাথপুর ব্র্যাক অফিসের সামনে একটি মাহিন্দ্র গাড়িতে তল্লাশি চালিয়ে ব্লেন্ডার্স প্রাইড ব্রান্ডের ৩০ বোতল ভারতীয় মদসহ দুই মাদক কারবারীকে আটক করা হয়। এ সময় মাহিন্দ্র গাড়িটিও জব্দ করে পুলিশ। তথ্যটি নিশ্চিত করেন হালুয়াঘাট থানার এসআই আবুল খায়ের।
গ্রেফতারকৃতরা হলেন, হালুয়াঘাট উপজেলার পূর্ব কাচারী পাডা গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে মোঃ জোবায়ের হোসেন (২০) ও একই উপজেলার আকনপাড়া এলাকার আব্দুস সালামের ছেলে জুবায়ের হোসেন ওরফে জনি (৩০)।
এ বিষয়ে জানতে চাইলে হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.শাহিনুজ্জামান খান জানান, থানা পুলিশের বিশেষ অভিযানে ৩০ বোতল ভারতীয় মদ সহ দুইজনকে আটক করা হয়। আটককৃত ব্যক্তিদের নামে হালুয়াঘাট থানায় মাদক মামলা রুজু করে দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।