স্কুলে নতুন বই নিতে এসে ট্রলি চাপায় প্রান গেল স্কুল ছাত্রীর

স্কুলে নতুন বই নিতে এসে ট্রলি চাপায় প্রান গেল এক স্কুল ছাত্রীর। রবিবার (১ জানুয়ারী) সকাল ১১টার দিকে ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার কালিবাড়ী-চেচুয়া সড়কে এই দূর্ঘটনা ঘটে। নিহত স্কুল ছাত্রীর নাম সানজিদা আক্তার (১০)। সে হাতিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী। নিহত সানজিদা একই স্কুলের নৈশ প্রহরী মো: আব্দুল কাদেরের মেয়ে। এই ঘটনায় স্কুলের শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

স্কুলের প্রধান শিক্ষিকা সেলিমা খাতুন জানান, হাতিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নৈশ প্রহরী আব্দুল কাদেরের মেয়ে সানজিদা সকাল সাড়ে ১০টার দিকে নতুন বই নিতে স্কুলে আসে। বই দেওয়ার আগে সঙ্গীদের সঙ্গে খেলায় মেতে ছিল সে। এ সময় ইঞ্জিন চালিত একটি ট্রলি ব্রেক হারিয়ে স্কুলের গেইটে ঢুকে পড়ে। এতে টলির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই সানজিদা মারা যায়।

মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ বলেন, শিশু শিক্ষার্থী নিহতের ঘটনায় ঘাতক ট্রলির চালক মেহেদি হাসানকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।