সোনার বাংলা উচ্চ বিদ্যালয়ের নবগঠিত কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত

ত্রিশাল উপজেলা প্রতিনিধি: আজ ২৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার ধানীখোলা ইউনিয়নের ঐতিহ্যবাহী সোনার বাংলা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির প্রথম সভা , নবগঠিত কমিটির পরিচিতি ও আলোচনা সভা সোনার বাংলা উচ্চ বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়।
উক্ত পরিচিতি অনুষ্ঠানে নবগঠিত কমিটির সভাপতি ও অভিভাবক সদস্যদের বিদ্যালয়ের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।এ সময় নবগঠিত কমিটির অভিভাবক সদস্য ও ছাত্র অভিভাবক বৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২২ শে সেপ্টেম্বর ২০২২ ইং তারিখ নথি নং ময়মনসিংহ ১১ ২২ ২৪/ ২২০১৫২০ইং মুলে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ময়মনসিংহ কর্তৃক অনুমোদন দেওয়া হয়েছে।
উক্ত ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে সর্বসম্মতিক্রমে মনোনীত হয়েছেন বিশিষ্ট শিক্ষানুরাগী,সমাজসেবক, পাওয়ার ট্রেড কর্পোরেশন এর ম্যানেজিং ডিরেক্টর, চৌপা গাড়িয়া দক্ষিণপাড়া বাইতুন নূর জামে মসজিদের সাধারণ সম্পাদক জনাব কামরুজ্জামান।
ছাত্র অভিভাবক সদস্যরা হলেন আব্দুল মোতালেব, এনামুল হক, মোঃ নুর মোহাম্মদ, মোঃ ফজলুল হক, সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য জনাব মোসাম্মৎ বিলকিস খাতুন।
এ ব্যাপারে নবগঠিত কমিটির সভাপতি কামরুজ্জামান বলেন,
আল্লাহর রহমতে সোনার বাংলা উচ্চ বিদ্যালয়ের, নবগঠিত ম্যানেজিং কমিটিকে,মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, (ময়মনসিংহ) আগামী দুই বছরের জন্য চুড়ান্ত অনুমোদন প্রদান করেছে।
সকলেই আমার জন্য দোয়া করবেন।যাতে আমি এই নবগঠিত কমিটির সবাইকে ও প্রধান শিক্ষক এবং সকল শিক্ষক-শিক্ষিকাদের,ছাত্র/ছাত্রীদের অভিভাবকদের নিয়ে সোনার বাংলা উচ্চ বিদ্যালয়ের সব ধরনের উন্নয়নমূলক কাজ ও ছাত্র/ছাত্রীদের পড়াশোনার মান উন্নয়ন করতে পারি। সোনার বাংলা উচ্চ বিদ্যালয় কে ত্রিশাল উপজেলার মাঝে একটি মডেল স্কুল হিসেবে রূপান্তরিত করতে পারি ।