ষ্টাফ রিপোর্টার : ” সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ” এই শ্লোগানে সাম্প্রদায়িক সহিংসতা বন্ধ ও দোষীদের বিচারের দাবীতে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সুশাসনের জন্য নাগরিক(সুজন) ও নাগরিক সংগঠন ধোবাউড়া উপজেলা শাখার উদ্যোগে শনিবার (২৩ অক্টোবর) সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে এই মানববন্ধন অনুষ্টিত হয়।
মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন সুজনের ধোবাউড়া উপজেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল ফজল তালুকদার, সহ-সভাপতি আব্দুল হামিদ খান পাঠান, সাংবাদিক আবুল হাসেম, সুজন সম্পাদক শামসুল হক মৃধা, যুগ্ম সম্পাদক রাজিব সরকার, কোষাধ্যক্ষ তিলক সরকার, ধোবাউড়া প্রেসক্লাবের সহ প্রচার সম্পাদক সাংবাদিক আনিসুর রহমান, সহ-বার্তা সম্পাদক সাংবাদিক কামরুল হাসান রবি, সহ-দপ্তর সম্পাদক আল-আমিন, সদস্য আকিকুল ইসলাম, হিন্দু সম্প্রদায়ের বিভাষ শাহা, রতন শাহা, ঝুটন শাহা, নারায়ণ সরকার, জয়দেব শাহা, অনুকূল শীল প্রমূখ।