সাংবাদিকতায় মহাত্মাগান্ধি গোল্ডেন এ্যাওর্য়াড পেলেন মজিব

ফারুক আহমেদ :
সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় ভারতের মহাত্মান্ধী গোল্ডেন এ্যাওর্য়াড ২০২২ পেলেন দৈনিক যুগান্তর ত্রিশাল প্রতিনিধি ও নাগরিক টিভির ময়মনসিংহ জেলা প্রতিনিধি খোরশিদুল আলম মজিব।

সম্প্রতি ভারত বাংলাদেশের যৌথ উদ্যোগে সত্যজিত রায় অডিটোরিয়ামে ভারত বাংলাদেশ কুটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে দুই বাংলার সম্প্রীতির উৎসব মহাত্মান্ধী গোল্ডেন এ্যাওয়ার্ড ২০২২ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে ত্রিশাল প্রেসক্লাব মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এ্যাওর্য়াড তুলে দেন বাসাস কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এনামুল হক বাবুল । এ সময় ত্রিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক গোলাম মোস্তফা সরকার,ত্রিশাল প্রেসক্লাবের সাধারন সম্পাদক এইচ এম জোবায়ের হোসাইন,মতিউর রহমান সেলিম, সিনিয়র সাংবাদিক মামুনুর রশিদ,ফয়েজুর রহমান ফরহাদ, আতিকুল ইসলাম,হুমায়ুন কবীর,সমাজ সেবক শওকত আলী লাভলুসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।