সাঁতরে সৌদি আরব থেকে মিসরে প্রথম আরব নারী

লোহিত সাগরে সাঁতার কেটে সৌদি আরব থেকে মিসরে পৌঁছেছেন প্রথম আরব নারী মরিয়ম বিন লাদেন। জলবায়ু শীর্ষ সম্মেলনে (কপ-২৭) যোগ দিতে সাগর পাড়ি দেন এই দন্ত চিকিৎসক নারী। আল-অ্যারাবিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, মূলত জলবায়ু পরিবর্তনের জন্য বিশেষভাবে ঝুঁকিপূর্ণ প্রবাল প্রাচীর সংরক্ষণের বিষয়ে সচেতনতা বাড়াতে এ পদক্ষেপ নেন তিনি।

হুমকিতে থাকা ২০টিরও বেশি প্রবাল প্রজাতিকে ইতোমধ্যে তালিকাভুক্ত করা হয়েছে। এ ছাড়া যুক্তরাষ্ট্রের বিপন্ন প্রজাতি আইনের অধীন দুটি প্রজাতিকে বিপন্ন হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, বৈশ্বিক উষ্ণতা ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে সীমাবদ্ধ থাকলেও প্রবাল প্রাচীরগুলোর কমপক্ষে ৭০ শতাংশ কমে যাবে। আর এই অবস্থা যদি ২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পায় তাহলে ২০৭০ সালের মধ্যে বিশ্বের প্রায় সব প্রবাল প্রাচীর হারিয়ে যেতে পারে।
সাঁতার শেষ করার পর নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দীর্ঘ যাত্রার বেশ কয়েকটি ছবি ও ভিডিও পোস্ট করেছেন মরিয়ম। তার সঙ্গে ছিলেন জাতিসংঘের সমুদ্রবিষয়ক পৃষ্ঠপোষক ও সাঁতারু লুইস পুগ।

এর আগে, সিরিয়ার শরণার্থী শিশু ও তাদের দুর্ভোগ সম্পর্কে সচেতনতা বাড়াতে সাঁতার কেটেছিলেন মরিয়ম। ২০১৫ সালে প্রথম আরব নারী হিসেবে মরিয়ম তুরস্কে সাড়ে চার কিলোমিটার হেলেস্পন্ট সাঁতার কেটেছিলেন।