
অনলাইন ডেস্ক : জামালপুরের সরিষবাড়ীতে বসতভিটার জমি নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। গতকাল সোমবার ৬ মার্চ বিকেলে উপজেলার মহাদান ইউনিয়নের বিলবালিয়া ধোপাদহ গ্রামে এ ঘটনা ঘটে। গুরুত্বর আহতদের সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, বিলবালিয়া ধোপাদহ গ্রামে ৭৫ শতাংশ বসতভিটার জমি নিয়ে তিন বছর যাবৎ বাবুল ফকির ও তার বংশধর কামাল ফকিরের সাথে ঝগড়া চলে আসছিল। এ নিযে বহুবার দরবার করেই কোন সমাধান হয়নি। জমির মালিকানা দাবি করে কালাম ফকির থানায় মামলাও করেছে। সোমবার বিকেলে কামাল ফকিরের লোকজন ওই বিতর্কিত জায়গার মধ্যে দিয়ে ড্রেন নিতে গেলে বাবুল ফকিরের লোক জন বাঁধা দেয়। এ সময় কামাল ফকিরের লোকজন উত্তেজিত হলে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়ায়। সংঘর্ষে উভয়পক্ষে অন্তত ১৫ জন আহত হয়।
আহতরা হলেন- রহিমা (৫০) বাবুল ফকির (৩০) গফুর ফকির (২৫) কদ্দুস ফকির ( ৭০) শামীম ফকির ( ৩০) মিন্টু (২৭) শাজাহান ফকির (৫৫) মুসলিম ফকির ( ৫৫) ওবাইদুল্লা ফকির (৫০) সুইটি বেগম (৪০) সেলিনা (৩০) সহ ১৫ জন আহত হয়েছে।
এ বিষয়ে বাবুল ফকির বলেন, ‘আমার বসতভিটায় জোড়পূর্বক ড্রেন নিতে আসছিল। আমরা বাঁধা দিতে গেলে আমাদের লাঠি, ফালা, ট্যারা দিয়ে আঘাত করে মারাত্মকভাবে আহত করেছে]।
প্রতিপক্ষের কামাল ফকির বলেন, ‘ঐ জায়গা আমাদের। আমরা থানায় মামলা করেছি। আজ সেই মামলার তদন্ত করতে পুলিশ আসছিল। আমরা তাদের আক্রমন করি নাই। তারা নিজেরা নিজেদের আহত করে থানায় মামলা করতে গেছে’।
এ ব্যাপারে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহাব্বত কবির বলেন, “ঘটনা আমি শুনেছি, এখনো কোন অভিযোগ পায়নি। অভিযোগ পেলে আইন-অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবো”।