শেরপুরে ১৬০ বস্তা সার আটক

শেরপুরের নালিতাবাড়ীতে শেরপুর জেলার বরাদ্ধকৃত ১৬০ বস্তা (৮ টন) এমওপি (মিউরেট অব পটাশ) সার আটক করেছে নালিতাবাড়ী কৃষি সম্প্রসারন কর্মকর্তা আনোয়ার হোসেন।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে এ সার আটক করা হয়।

জানা যায়, নালিতাবাড়ী উত্তর বাজার এলাকার সুমন নামের এক ব্যক্তি শেরপুরের ঝিনাইগাতী উপজেলার তিনআনির এক দোকান থেকে ১৬০ বস্তা এমওপি সার অধিক মুনাফার আশায় পার্শ্ববতি ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলায় নিয়ে যাচ্ছিল। নালিাতাবাড়ী শহরের ধারা রোডে ট্রলি যোগে হালুয়াঘাট যাওয়ার সময় কৃষি সম্প্রসারন কর্মকর্তা ট্রলিভর্তি সার দেখে ট্রলি থামিয়ে চালকের সাথে কথা বললে চালক সার হালুয়াঘটি নিয়ে যাচ্ছে বলে জানান। সার পরিবহনের বৈধ কাগজ ও নিয়ম অনুযায়ী এক জেলার বরাদ্ধকৃত সার অন্য জেলায় বা উপজেলা নেওয়ার নিয়ম না থাকায় প্রাথমিকভাবে সার আটক করে কৃষি অফিসে জমা রাখা হয়েছে।

সারের মালিক সুমনের সাথে মোবাইল ফোনে কথা বললে তিনি পরে দেখা করার কথা জানান।

নালিতাবাড়ী উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা ও ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, সার পরিবহনের বৈধ কাগজ পত্র না থাকায় সার আটক করা হয়েছে। পরবর্তিতে উপজেলা বীজ ও সার মনিটরিং কমিটি আটককৃত সারের বিষয়ে সিদ্ধান্ত নিবে।