
বান্দরবানের রুমা উপজেলায় সংরক্ষিত বনাঞ্চলে বন্য ভাল্লুকের আক্রমণে এক বৃদ্ধ গুরুতর আহত হয়েছে। আহত বৃদ্ধের নাম লিথি খুমি (৬৫) সে রুমা উপজেলার সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ম্রখিয়াং পাড়ার বাসিন্দা।
বুধবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় ওই ব্যক্তিকে গুরুতর আহত অবস্থায় রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেসে ভর্তি করা হয়।
পরে তার অবস্থার অবনতি হওয়ায় বান্দরবান সদর হাসপাতালে রেফার করা হয়েছে বলে জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: বামং প্রু মারমা।
স্থানীয়রা জানায়, বুধবার দুপুরে সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ম্রখিয়াং পাড়ার অদূরে বন বিভাগের সংরক্ষিত বনাঞ্চলে গরু চরাতে গেলে হিংস্র বন্য ভাল্লুকের আক্রমণের শিকার হয়।
পরে স্থানীয় পাড়াবাসীরা তাকে উদ্ধার করে সন্ধ্যায় রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে অবস্তার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকরা সদর হাসপাতালে রেফার করেন।
এ ব্যাপারে রুমা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: বামং প্রু মারমা বলেন, বন্য ভাল্লুকের আক্রমণে গুরুতর আহত লিথি খুমি (৬৫) নামে এক বৃদ্ধকে রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছিল। কিন্তু ভাল্লুকের কামড়ে ওই বৃদ্ধর পেটের ভুঁড়ি বের হয়ে যাওয়ায়। বুড়িগুলো পেটের ভিতর ঢুকিয়ে কোন রকম প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে বান্দরবন সদর হাসপাতালে রেফার করা হয়েছে। বর্তমানে তারা সদর হাসপাতালের পথে রয়েছে বলে জানান তিনি।