
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ‘প্রযুক্তির সহজলভ্যতার কারণে শিক্ষার্থীরা রাত জেগে ইন্টারনেট ব্যবহার করে। কিন্তু রাতে মোবাইলে মনোনিবেশ করা জাতির জন্য উদ্বেগজনক। এছাড়া এসবের মাধ্যমে সব ধরনের মিথ্যাচার ও অপপ্রচার চলে। এসব নিয়ন্ত্রণ না করলে এদেশে সুস্থ রাজনীতি ও সুস্থ জীবনযাপন কঠিন হয়ে পড়বে। তাই সরকারের উচিত রাত ১২টার পর এগুলো বন্ধ রাখা।’
শনিবার (৮ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে টিএসসিতে আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন মন্ত্রী।
এসময় মন্ত্রী আরও বলেন, ‘শিক্ষার্থীরা যদি রাত জেগে ইন্টারনেট ব্যবহার করে তাহলে জাতি মেধাশূন্য হয়ে পড়বে। জাতিকে মেধাশূন্যর হাত থেকে রক্ষা করতেই আমার এমন পরামর্শ। তবে যারা ব্যবসার জন্য ইন্টার ব্যবহার করেন, তাদের জন্য বিশেষ ব্যবস্থা করা যেতে পারে।’
বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণা বাড়ানোর তাগিদ জানিয়ে মন্ত্রী বলেন, ‘বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণা না থাকলে মেধার সংকট দেখা দেবে। আমরা লেখাপড়া রেখে মোবাইলে বেশি মনোনিবেশ করছি। আমার মনে হয় ভবিষ্যৎতে এভাবে চলতে থাকলে জাতি মেধাশূন্য হয়ে পড়বে।’