
নাটোরের সিংড়া উপজেলার ডাহিয়া ইউনিয়নের পূর্ব ভেংড়ী গ্রামের এক প্রবাসীর স্ত্রী ও পশ্চিম ভেংড়ী গ্রামের এক যুবককে আপত্তিকর অবস্থায় আটক করা হয়েছে দাবি করে তাদেরকে বেঁধে রাখে নির্যাতন এবং বেত্রাঘাত করে ও জুতার মালা পরিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে গ্রামবাসী ও স্থানীয় প্রধানদের বিরুদ্ধে।
গত বুধবার রাতে সিংড়া উপজেলার পূর্ব ভেংড়ি গ্রামে এ ঘটনা ঘটে। পরে বৃহস্পতিবার (৩ নভেম্বর) সকালে গ্রাম্য শালিসে ভুক্তভোগী গৃহবধূ এবং ওই যুবককে ১০০ দোররা (বেত্রাঘাত) মারা এবং জুতার মালা পরিয়ে গ্রামে ঘোরানো হয়। পাশাপাশি ওই যুবকের ১০ হাজার টাকা জরিমানা করেছে অভিযুক্ত প্রধানরা।
এরপর মোবাইল ফোনে ভিডিও করে ছড়িয়ে দেয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভিডিওতে দেখা যায় ভুক্তভোগী নারীকে জুতার মালা পরিয়ে ঘুরানো হচ্ছে।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, ঘটনার খবর পেয়ে বৃহস্পতিবার বিকেলে ভুক্তভোগীকে উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনায় বৃহস্পতিবার রাতে ১৪ জনের নামে অজ্ঞাত আরও ৩৫ জনকে আসামি করে দায়ের করেছে ভুক্তভোগী গৃহবধূ।
বাংলাদেশ মানবাধিকার কমিশনের নাটোর জেলা কমিটির অ্যাডভোকেট আনোয়ার হোসেন জানান, এই ঘটনায় মানবাধিকার চরমভাবে লঙ্ঘিত হয়েছে। তিনি আরও জানান, বেঁধে রাখা, দোররা মারা এবং জুতার মালা পরানো গুরুতর অপরাধ।