যুক্তরাষ্ট্রের ড্রোন নামানো পাইলটদের পুরষ্কৃত করল রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার এমকিউ-৯ রিপার ড্রোনকে কৃষ্ণ সাগরে অবতরণে বাধ্য করা দুই রুশ বিমানের পাইলটকে শুক্রবার (১৭ মার্চ) পুরষ্কৃত করেছেন রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু।

রুশ প্রতিরক্ষা মন্ত্রাণলয় থেকে এমনটাই জানানো হয়েছে।

এর আগে মঙ্গলবার নজরদারির কাজে ব্যবহৃত যুক্তরাষ্ট্রের এমকিউ-৯ রিপার ড্রোনকে কৃষ্ণ সাগরে নামতে বাধ্য করেছিল রাশিয়ার দুইটি সুখোই-২৯ যুদ্ধবিমান। এ ঘটনা নিয়ে এরই মধ্যে উত্তেজনা বিরাজ করছে মস্কো ও ওয়াশিংটনের মধ্যে।

রাশিয়ার বিমানবাহিনীর এই তৎপরতাকে মারাত্মকভাবে অপেশাদার ও অনিরাপদ হিসেবে আখ্যা দিয়েছে যুক্তরাষ্ট্র। উল্টো ক্রেমলিন প্রশ্ন তুলেছে, রুশ ভূখণ্ডের কাছে যুক্তরাষ্ট্রের নজরদারি বিমানের অবস্থানের প্রাসঙ্গিকতা নিয়ে।

এরই মধ্যে ড্রোন ঘটনার পর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় দেশটিতে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আনাতোলি আন্তোনভকে তলব করে। সেখানে ইউরোপীয় ও ইউরেশীয়-বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ক্যারেন ডনফ্রিড তার সঙ্গে কথা হয় আনাতোলির।

এরপর সাংবাদিকদের সঙ্গে সাক্ষাৎ করেন রুশ রাষ্ট্রদূত। এ সময় তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের ওই ড্রোন ইচ্ছাকৃত ও উস্কানিমূলকভাবে ট্রান্সপন্ডার (রেডিও সংকেত গ্রহণ ও স্বয়ংক্রিয়ভাবে সংকেত প্রেরণ করতে সক্ষম ডিভাইস) বন্ধ করে রুশ ভূখণ্ডে প্রবেশ করছিল। আমরা একে উস্কানি হিসেবে দেখছি।’

এ ছাড়া আনাতোলি আন্তোনভ এক টুইটবার্তায় দাবি করেছিলেন, যুক্তরাষ্ট্রের ড্রোনটি কিয়েভের জন্য গোয়েন্দা তথ্য জোগাড় করছিল।
সূত্র : আল আরাবিয়া