
গৌরীপুর উপজেলায় প্রাথমিক শিক্ষাক্ষেত্রে অবদান ও শিক্ষার গুণগত মানোন্নয়নে ভূমিকা রাখায় ময়মনসিংহ বিভাগের সেরা ইউএনও নির্বাচিত হয়েছেন গৌরীপুর উপজেলার ইউএনও হাসান মারুফ।
রবিবার উপজেলা শিক্ষা অফিসার মনিকা পারভীন বিষয়টি নিশ্চিত করে বলেন, জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২২ উপলক্ষে বিভাগীয় পর্যায়ে এই শ্রেষ্ঠত্ব ঘোষণা করা হয়েছে। প্রাথমিক শিক্ষা পদক প্রদান ময়মনসিংহ বিভাগীয় বাছাই কমিটির সভাপতি বিভাগীয় কমিশনার মো. শফিকুর রেজা বিশ্বাস ও সদস্য সচিব প্রাথমিক শিক্ষা ময়মনসিংহ বিভাগীয় উপ-পরিচালক মোহাম্মদ রকিব উদ্দিন বিভাগে শ্রেষ্ঠ ইউএনও হিসাবে হাসান মারুফের নাম ঘোষণা করেন।
ইউএনও হাসান মারুফ বলেন, যেকোন স্বীকৃতি অবশ্যই কাজের গতি বৃদ্ধি করে। এখন আমার দায়িত্ব আরো বেড়ে গেলো। সবসময় চেষ্টা করবো এই স্বীকৃতির প্রতিদান দিতে।
হাসান মারুফের বাড়ি চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায়। তার বাবা বীর মুক্তিযোদ্ধা জামাল হোসেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে স্নাতকোত্তর পাস করেন। প্রশাসন ক্যাডারে যোগদান করেন ৩৩তম বিসিএসে। ২০২০ সালের আগস্টে গৌরীপুর উপজেলায় ইউএনও পদে যোগদান করেন এই কর্মকর্তা।