ময়মনসিংহে সালেশিয়ান নার্সিং কলেজে নবীন-বরণ অনুষ্ঠান

ফারুক আহমেদ :
ময়মনসিংহে সালেশিয়ান সিস্টার্স নার্সিং কলেজের ডিপ্লোমা নাসিং, বিএসসি নার্সিং ও পোস্ট বেসিক নার্সিং শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান সোমবার সন্ধ্যায় নগরীর ভাটিকাশর বিশপ হাউজ মিউজিয়াম হলরুমে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য। সিস্টার মেরী জ্যাসিন্তা এর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ সিস্টার লিয়া দ্রং, ফাদার শিমন হাচ্ছা, ফাদার বাইওলেন চাম্বু গং, সিস্টার মেরীরানী রোজারীও প্রমুখ।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, প্রত্যেক শিক্ষার্থীকে আলো হয়ে সমাজের অন্ধকার দূর করতে হবে। মানুষের সেব্য়া প্রত্যেককে নিয়োজিত হতে হবে।