ষ্টাফ রিপোর্টার : ময়মনসিংহ মাদক মামলায় নুরুর ইসলাম(৪০) নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ রবিবার (২৪অক্টোবর) দুপুরে ময়মনসিংহ জেলা ও দায়রা জজ হেলাল উদ্দিনের আদালত আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
জানাযায়, ২০১৯ সালের ৩০ জুলাই ভালুকা থানাধীন পল্লী বিদুৎ অফিসের সামনে ঢাকা টু ময়মনসিংহ রোড পাশে হইতে ১২৫ গ্রাম হেরোইন যার মুল্য ১লাখ ২৫ হাজার টাকা সহ ময়মনসিংহ জেলা গোয়েন্দা সংস্থা গ্রেফতার করেন।
ভালুকা থানা মামলা নং(৮০)২০১৯। উক্ত মামলাটি ডিবি’র এসআই জলিল তদন্ত শেষ করে বিজ্ঞ আদালত দাখিল করেন। এ ঘটনায় ডিবির করা মামলায় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
আদালত রায়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২০১৮ সালে ২০(১) এর ১৮(গ)। ক্রয়-বিক্রয়ের অপরাধে আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে।
আদালত পুলিশের পরিদর্শক বলেন, যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।