ময়মনসিংহে ব্যবসায়ীকে কুপিয়ে ১৮ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার তিন, ৬ লাখ টাকা উদ্ধার

ফারুক আহমেদ, ময়মনসিংহ :
ময়মনসিংহে যাত্রীবেশে সিএনজিতে উঠে পথের মধ্যে ব্যবসায়ীকে কুপিয়ে ১৮ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ছিনতাইয়ের ৬ লাখ টাকা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- জেলার নান্দাইল উপজেলার মৃত আব্দুল বারিকের ছেলে আব্দুল জলিল (৩২), আব্দুর রাজ্জাকের ছেলে রবিউল আওয়াল (২১) ও আব্দুল লতিফের ছেলে শাহিন মাহমুদ (৩০)।
বৃহস্পতিবার সন্ধ্যার পর জেলা গোয়েন্দা শাখার কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এর আগে বুধবার নেত্রকোনা জেলার দূর্গাপুর উপজেলা থেকে দুইজনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছে থাকা ছিনতাইয়ের ৬ লাখ উদ্ধার করে পুলিশ।
এ বিষয়ে জেলা গোয়েন্দা শাখার ওসি শফিকুল ইসলাম বলেন, কিশোরগঞ্জ শহরের বড় বাজার এলাকার মনোহারি ব্যবসায়ী জয়কালী ভান্ডারের মালিক বিশ্বনাথ সাহার ছেলে জয় চন্দ্র সাহা (২৭) তার বাবার ব্যবসার কাজে সহায়তা করতেন। ওই ব্যবসায়ী নান্দাইল ও আশপাশের এলাকায় মালামাল বিক্রি করতেন। মালামাল বিক্রির টাকা নিয়মিত বিশ্বনাথ সাহার ছেলে জয় সাহা তুলে তার বাবাকে বুঝিয়ে দিতেন। জয় সাহার নিয়মিত নান্দাইলে এসে মালামাল বিক্রির টাকা নেওয়া দেখে ছিনতাই করার পরিকল্পনা করেন তারা। পরিকল্পনা অনুযায়ী গত ৭ অক্টোবর সন্ধ্যার পর মালামাল বিক্রির ১৮ লাখ ৫ হাজার টাকা নিয়ে নান্দাইলের তারঘাট বাজার থেকে সিএনজিতে উঠেন জয় সাহা। এ সময় যাত্রীবেশে জয় সাহার সঙ্গে একই সিএনজিতে উঠে গ্রেফতারকৃতরা। পথের মধ্যে ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের রসুলপুর দরগাঁবাড়ী এলাকায় আসতেই সিএনজি থামিয়ে জয় সাহাকে কুপিয়ে গুরুতর আহত করে ১৮ লাখ ৫ হাজার টাকা ভর্তি ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়।
ওসি শফিকুল ইসলাম বলেন, এ ঘটনার পর ৯ অক্টোবর নান্দাইল থানায় মামলা করে ভোক্তভোগী। মামলার পর গত ১০ অক্টোবর আবদুল জলিলকে গ্রেফতার করে ডিবি পুলিশ। পরে তাকে আদালতে তোলা হলে আব্দুল জলিলকে একদিনের রিমান্ডে পাঠায় আদালত। রিমান্ডে জিজ্ঞাসাবাদে জলিলের কাছ থেকে পাওয়া তথ্য ও তদন্তে ডিবি পুলিশ অভিযান চালিয়ে গত বুধবার রাতে নেত্রকোনার দুর্গপুর থেকে ছিনতাইকারী দলের সদস্য রবিউল আওয়াল (২১), শাহীন মাহমুদকে (৩০) গ্রেফতার করা হয়।
জিজ্ঞাসাবাদে তিনজনই ছিনতাইয়ের ঘটনার কথা জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এই মামলায় পলাতক অন্যান্য আসামি ও টাকা উদ্ধারে অভিযান চলছে বলেও জানান তিনি।