ময়মনসিংহে বেসরকারি ভাবে ইউসুফ খান পাঠান পুনরায় জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত

ফারুক আহমেদ, ময়মনসিংহ :
ময়মনসিংহে জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জেলা আওয়ামী লীগের সহ-সবঅপতি ইউসুফ খান পাঠান আনারস প্রতীক নিয়ে সর্বমোট ১২২১ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী জাসদ (ইনু ) সমর্থিত প্রার্থী আমিনুল ইসলাম আমিন চশমা প্রতীক নিয়ে ৫৪৫ ভোট পেয়েছেন। এ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২০৯০ জন। চেয়ারম্যান পদে মোট প্রতিদ্বন্দী প্রার্থী ৪ জন।
নির্বাচনে চেয়ারম্যান পদে অন্যান্য প্রাথী হলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-কমিটির সদস্য নুরুল ইসলাম রানা ঘোড়া প্রতীক এবং স্বতন্ত্র ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) সমর্থিত প্রার্থী হামিদুল ইসলাম মোটরসাইকেল প্রতীকে নির্বাচনে অংশগ্রহণ করেন।