
মোঃ আসাদুল ইসলাম মিন্টু, ত্রিশাল :
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার প্রাণকেন্দ্র ত্রিশাল পৌর বাজার ও পৌর শহর।
গত ১৩ই মার্চ (সোমবার) রাতে ত্রিশাল বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির উদ্যোগে দোয়া, মিলাদ মাহফিল ও নতুন কমিটি গঠনকল্পে আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর মেয়র আলহাজ্ব এবিএম আনিছুজ্জামান আনিছ।
ত্রিশাল বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক গোলাম মোস্তফা সরকার তার বক্তব্যে বলেন,বাজার থেকে চুরি ছিনতাই ও মাদক নির্মূল করার লক্ষ্যে ২০১৭সালে পৌর মেয়র আলহাজ্ব এবিএম আনিছুজ্জামান আনিছ ব্যবসায়ী ও পৌরসভার নাগরিকদের কথা বিবেচনা করে বাজার পরিচালনা কমিটি গঠন করে।
উক্ত কমিটিতে বাজারের প্রবীণ ব্যবসায়ী শ্রদ্ধেয় হারুন-অর-রশিদ কে সভাপতি ও আমি অধ্যাপক গোলাম মোস্তফা সরকার কে সাধারণ সম্পাদকের দায়িত্ব প্রদান করেন।
আমরা দায়িত্ব পাওয়ার পূর্বে বাজারে প্রতিদিনই চুরি, ছিনতাই ও মাদক সেবন হতো।
তিনি আরো বলেন, আমরা দায়িত্ব গ্রহণের পর থেকে পৌর মেয়র আলহাজ্ব এবিএম আনিছুজ্জামান আনিছের নির্দেশনায় গত ৫বছরে ব্যবসায়ীদের সাথে আলোচনা করে মেয়র আনিছুজ্জামানের আর্থিক ও সার্বিক সহযোগিতায় বাজার উন্নয়নকল্পে ও চুরি ছিনতাই ও মাদক নির্মূল করতে ব্যবসায়ীদের কাছ থেকে মাসিক নির্দিষ্ট পরিমাণ চাঁদা আদায়ের মাধ্যমে বাজারের প্রতিটি গুরুত্বপূর্ণ স্থানে প্রায় ১৬ (ষোল) টাকা ব্যয়ে সিসিটিভি ক্যামেরা স্থাপন করি এবং নিজেরা সবাই পর্যবেক্ষণ করি এবং বাজারের ব্যবসায়ীদের নিরাপত্তার স্বার্থে নাইটগার্ড (পাহারাদার) নিয়োগ করা হয়েছে। যার ফলে বাজারে চুরি ছিনতাই ও মাদক সেবন এখন সম্পূর্ণরুপে নির্মুল করতে আমরা সক্ষম হয়েছি।
উদাহরণ হিসেবে তিনি বলেন, একজন বয়স্ক মহিলা তার মেয়ের জামাই বাড়ি গিয়েছিল মেয়ের জামাই তার মেয়েকে নিয়ে ডাক্তারের কাছে যাবে। মেয়েটি বললো মা তুমি আমার গহনাগুলো নিয়ে যাও আমি ডাক্তার দেখিয়ে সরাসরি বাড়িতে চলে আসবো।গহনা নিয়ে বাড়ি ফেরার পথে মহিলার সাথে গহনাসহ ভ্যানেটি বেগ পরে যায় তিনি বুঝতে পারেনি।তখন ঐ ভদ্রমহিলা বাজারে এসে হাও মাও করে কান্নাকাটি শুরু করলো তখন বাজারের কোনো এক ব্যবসায়ী বা মহাজন তাকে বললো বাজার কমিটির ঘরে যাওয়ার জন্য।আমি বসে ছিলাম বাজার কমিটির অফিসে মহিলাটি এসে বললো বাবা তোমার এখানে নাকি সিসি ক্যামেরা আছে?সিসি ক্যামেরাটা আমাকে একটু দেখাও।আমি বললাম আপনার কি সমস্যা? তিনি বললেন আমার একটি ভ্যানেটি হারিয়ে গেছে তাতে অনেক গহনা ছিলো এবং ১৫০০/=(পনেরোশত) টাকাও ছিলো।তখন আমি অফিস সহকারী হেলাল ভাইকে বললাম আপনি মহিলাক সাথে নিয়ে সিসি ক্যামেরার ফুটেজগুলো দেখান।হেলাল ভাই সিসি ক্যামেরা দেখে আমাকে জানালো মদিনা হোটেলের কাছাকাছি এসে মহিলাটির বেগটি পরে যায় এবং পিছনে থাকা রিক্সাওয়ালা বেগটি নিয়ে চলে যায়।তখন আমি মহিলাকে শান্তনা দিয়ে উনার মোবাইল নাম্বারটি রেখে বাড়িতে পাঠিয়ে দেয়।তারপর প্রায় ১৫দিন পর সেই রিক্সাওয়ালার সন্ধান করতে সক্ষম হয় হেলাল ভাই।যখন ঐ রিক্সাওয়ালাকে বেগের কথা বলা হলো তখন সে হাও মাও করে বাজারের মধ্যে অনেক লোক জড়ো করে ফেলে আর বলতে থাকে আমি কি এই বয়সে চুরি করতে পারি।অতঃপর সিসি ক্যামেরায় তার চুরি করার ভিডিও দেখে বললো বাবা গহনাগুলো আমার কাছে আছে কিন্তু টাকাগুলো আমি খরচ করে ফেলেছি।তারপর গহনা ও টাকা উদ্ধার করে আমরা ঐ মহিলার কাছে ফেরত দেয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি পৌর মেয়র আলহাজ্ব এবিএম আনিছুজ্জামান আনিছ তার বক্তব্যে বলেন, ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই বাজার পরিচালনা কমিটির সকলের প্রতি। বিশেষ করে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি বাজার পরিচালনা কমিটির সফল সাধারণ সম্পাদক, পৌর সাবেক সফল কাউন্সিলর ও প্যানেল মেয়র, ঐতিহ্যবাহী ত্রিশাল প্রেসক্লাবের সাবেক সফল সভাপতি অধ্যাপক গোলাম মোস্তফা সরকারের প্রতি।
পৌর মেয়র আরো বলেন, আমি তার দায়িত্ব কে শ্রদ্ধা জানাই।তাই আমি পুনরায় আগামী ১(এক) বছরের জন্য আবারও তাকে বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক হিসেবে সর্বসম্মতিক্রমে ঘোষণা করছি।