মুক্তি পেয়েছেন ইরানের প্রখ্যাত অভিনেত্রী তারানেহ

একমাস কারাগারে থাকার পর অবশেষে মুক্তি পেয়েছেন ইরানের প্রখ্যাত অভিনেত্রী তারানেহ আলিদস্তি। গত ডিসেম্বরে সরকারবিরোধী বিক্ষোভে সমর্থন করা এক তরুণের মৃত্যুদণ্ডের প্রতিবাদ করায় তাকে গ্রেফতার করে ইরান সরকার।

আলিদস্তির বিরুদ্ধে অভিযোগ, তিনি এই মৃত্যুদণ্ডের প্রতিবাদ করার মধ্য দিয়ে সরকারবিরোধী বিক্ষোভ উসকে দিয়েছেন।

তাহানেহ সবশেষ সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন গত ৮ ডিসেম্বর। ইরান কর্তৃপক্ষ এর একদিন আগেই সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়ায় মোহাসেন সেকারি নামের ২৩ বছরের এক তরুণের মৃত্যুদণ্ড কার্যকর করে।

ওই মৃত্যুদণ্ডের প্রতিবাদে সেই পোস্টে তারানেহ আলিদস্তি লিখেছেন, তার নাম মোহাসেন সেকারি। যেসব আন্তর্জাতিক সংগঠন এই ধরণের রক্তপাত দেখছে এবং কোনো ব্যবস্থা নিচ্ছে না, এটা মানবতার প্রতি লজ্জা।

এর আগেও সরকারের একটি ঘটনায় প্রতিবাদ করায় তারানেহ আলিদস্তির পাঁচ মাসের কারাদণ্ড হয়েছিল। ২০২০ সালে হেডস্কার্ফ খোলার অভিযোগে একজন নারীকে লাঞ্ছিত করে পুলিশ। এই ঘটনার প্রতিবাদ করায় তার এ শাস্তির সম্মুখিন হতে হয়।

তারানেহ আলিদস্তি অস্কার বিজয়ী ছবি ‘দ্য সেলসম্যান’ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে আলোচনায় আসেন। এছাড়া তার অভিনীত ২০২২ সালে মুক্তি পাওয়া ‘দ্য লেইলাস ব্রাদারস’ কান চলচ্চিত্র উৎসবে পাম ডি’অর পুরস্কারের মনোনয়ন তালিকার একটি ছবি ছিল।