ময়মনসিংহ রিপোর্টার্স ইউনিটির কমিটি সভাপতি সাইফুল সা. সম্পাদক উজ্জ্বল কোষাধ্যক্ষ মূসা

ময়মনসিংহ রিপোর্টার্স ইউনিটির নয়া কমিটি গঠন করা হয়েছে। শনিবার ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে ময়মনসিংহ রিপোর্টার্স ইউনিটির বিশেষ সাধারণ সভায় নয়া দিগন্ত/মাইটিভির প্রতিনিধি সাইফুল ইসলামকে সভাপতি ও এটিএন বাংলা/এটিএন নিউজের ময়মনসিংহ প্রতিনিধি শাহ আলম উজ্জ্বলকে সাধারণ সম্পাদক এবং যায়যায়দিন ও ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ময়মনসিংহ প্রতিনিধি আবু সালেহ মো. মূসাকে কোষাধ্যক্ষ করে ১৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

কমিটির অন্যান্য কর্মকর্তারা হলেন, সহ-সভাপতি-এম আইয়ুব আলী (এনটিভি), যুগ্ম সম্পাদক- শরীফুজ্জামান টিটু (সংবাদ ও মাছরাঙা টেলিভিশন), সাংগঠনিক সম্পাদক- বিপ্লব বসাক (আরটিভি), প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক- রবীন্দ্র নাথ পাল (আজকের বাংলাদেশ), প্রচার ও প্রকাশনা সম্পাদক- আ ন ম ফারুক (বৈশাখী টেলিভিশন), ক্রীড়া সম্পাদক- মো. কামাল হোসেন (দৈনিক স্বজন), দপ্তর সম্পাদক- কে এম নাজমুস সাকিব (সাপ্তাহিক আলাপসিংহ), পাঁচজন সদস্য- মোশাররফ হোসেন (আজকের খবর), আতাউল করিম খোকন (যুগান্তর), মীর গোলাম মোস্তফা (প্রতিদিনের বাংলাদেশ), অমিত রায় (বাংলাভিশন) ও সাহিদুল আমিন খসরু (লোক লোকান্তর)।

এর আগে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোশাররফ হোসেন।