
ময়মনসিংহ রিপোর্টার্স ইউনিটির নয়া কমিটি গঠন করা হয়েছে। শনিবার ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে ময়মনসিংহ রিপোর্টার্স ইউনিটির বিশেষ সাধারণ সভায় নয়া দিগন্ত/মাইটিভির প্রতিনিধি সাইফুল ইসলামকে সভাপতি ও এটিএন বাংলা/এটিএন নিউজের ময়মনসিংহ প্রতিনিধি শাহ আলম উজ্জ্বলকে সাধারণ সম্পাদক এবং যায়যায়দিন ও ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ময়মনসিংহ প্রতিনিধি আবু সালেহ মো. মূসাকে কোষাধ্যক্ষ করে ১৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অন্যান্য কর্মকর্তারা হলেন, সহ-সভাপতি-এম আইয়ুব আলী (এনটিভি), যুগ্ম সম্পাদক- শরীফুজ্জামান টিটু (সংবাদ ও মাছরাঙা টেলিভিশন), সাংগঠনিক সম্পাদক- বিপ্লব বসাক (আরটিভি), প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক- রবীন্দ্র নাথ পাল (আজকের বাংলাদেশ), প্রচার ও প্রকাশনা সম্পাদক- আ ন ম ফারুক (বৈশাখী টেলিভিশন), ক্রীড়া সম্পাদক- মো. কামাল হোসেন (দৈনিক স্বজন), দপ্তর সম্পাদক- কে এম নাজমুস সাকিব (সাপ্তাহিক আলাপসিংহ), পাঁচজন সদস্য- মোশাররফ হোসেন (আজকের খবর), আতাউল করিম খোকন (যুগান্তর), মীর গোলাম মোস্তফা (প্রতিদিনের বাংলাদেশ), অমিত রায় (বাংলাভিশন) ও সাহিদুল আমিন খসরু (লোক লোকান্তর)।
এর আগে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোশাররফ হোসেন।