
মোঃ আসাদুল ইসলাম মিন্টু, ত্রিশাল : গত
১১ মার্চ ২০২৩ শনিবার বিকেলে ময়মনসিংহ নগরীর সার্কিট হাউজ মাঠে ময়মনসিংহ জেলা ও মহানগর আওয়ামী লীগের আয়োজনে বিভাগীয় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সফল সভাপতি দেশরত্ন শেখ হাসিনা।
উক্ত বিভাগীয় জনসভাকে মহাজনসমুদ্রে পরিণত করার লক্ষ্যে ময়মনসিংহ সিটি করপোরেশনের মাননীয় সফল মেয়র ও মহানগর আওয়ামী লীগের সফল সভাপতি জননেতা ইকরামুল হক টিটিু’র নির্দেশ বাস্তবায়নের লক্ষ্যে ময়মনসিংহ বিভাগীয় ছাত্র সংসদ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সফল সভাপতি ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম সাকিবের নেতৃত্বে ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামীলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দদের সাথে নিয়ে বিশাল মিছিল আয়োজন করে ময়মনসিংহ নগরীর প্রতিটি প্রধান প্রধান সড়কে জয় বাংলা জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনার সরকার বার বার দরকার, প্রধানমন্ত্রী’র আগমন শুভেচ্ছা স্বাগতম, শেখ হাসিনা’র দুই নয়ন ময়মনসিংহের উন্নয়ন, শেখ হাসিনা’র দুই নয়ন বাংলাদেশের উন্নয়ন, টিটু ভাইয়ের পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা স্লোগানে স্লোগানে মুখরিত করে সার্কিট হাউজ মাঠে জনসভাস্থলে উপস্থিত হয়।
প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়ার পর ময়মনসিংহ বিভাগ করে দিয়েছি। প্রতিটি বিভাগের মতো এ বিভাগে ময়মনসিংহে মেডিকেল বিশ্ববিদ্যালয় হবে, একটি পৃথক ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় করে দেব। আমরা অনেক কিছু করতে পারতাম। কিন্তু করোনা ভাইরাসের কারণে অনেক কিছু সম্ভব হয়নি।
এরপর জনসভাস্থল সার্কিট হাউস মাঠ থেকে একযোগে ১০৩টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রায় ৫৭০ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা ৭৩টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং প্রায় ২ হাজার ৭৬২ কোটি টাকা ব্যয়ে ৩০টি উন্নয়ন প্রকল্পের নির্মাণকাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন সরকারপ্রধান।
উল্লেখ্য জেলা ও মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়। জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, মহানগর আওয়ামী লীগের সভাপতি মো. ইকরামুল হক টিটু, গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ ও সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ প্রধানমন্ত্রীর হাতে ফুলের তোড়া তুলে দেন।