ময়মনসিংহ কোতোয়ালী পুলিশের অভিযানে ১৭জন গ্রেফতার

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ গত ২৪ ঘন্টায় পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে ১৭ জন আসামীেেক গ্রেফতার করেছে।

শনিবার থানা পুলিশের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে হত্যা মামলার আসামী, দ্রুত বিচার আইনে মামলার আসামী, মাদক মামলার আসামী, ডাকাতি চেষ্টা মামলার আসামী, অন্যান্য মামলার আসামী ও জিআর মামলার আসামী রয়েছে।

শনিবার তাদেরকে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মো. শাহ কামালা আকন্দ।