
ফারুক আহমেদ, ময়মনসিংহ :
ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আবুল কালাম।
সোমবার সকালে জেলা আইনজীবী সমিতির সভাপতি ও রিটার্নিং কর্মকর্তা অ্যাডভোকেট নুরুল হকের সই করা এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এর আগে রবিবার নির্বাচন অনুষ্ঠিত হয়। জেলা আইনজীবী সমিতির কার্যকরী পরিষদ নির্বাচনে স্বাধীনতার স্বপক্ষের সংগঠন হিসেবে পরিচিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের মনোনীত প্রার্থীরা ১৫টি পদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৯টি পদে বিজয় লাভ করেছেন।