
ময়মনসিংহ সদরের চুরখাই এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে পিতা-পুত্র খুনের ঘটনার ২৪ ঘন্টার মধ্যে মূলহোতাসহ চারজনকে আটক করেছে র্যাব-১৪। বৃহস্পতিবার বিকেলে গাজীপুর এবং সাভার এলাকা থেকে তাদের আটক করা হয়। শুক্রবার সকালে র্যাব-১৪ এর সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে কোম্পানি অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মহিবুল হাসান খান এসব তথ্য জানান।
তিনি জানান, গত বুধবার (১ ফেব্রুয়ারি) বিকেলে সদর উপজেলার চুরখাই এলাকায় নিজ জমিতে আবুল খায়ের চাষ করার সময় প্রতিবেশী কামাল হোসেনের সাথে জমির পরিমাপ নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে কামাল হোসেন তার সঙ্গীদের নিয়ে ধারালো দা, চাকু, বাঁশের লাঠি ও লোহার রড নিয়ে আবুল খায়েরকে ছুরিকাঘাত করে। আবুল খায়েরের চিৎকারে তার ছোট ছেলে ফরহাদসহ অন্যান্য ছেলেরা এবং তার ভাই ও ভাইয়ের ছেলেরা বাঁচানোর জন্য এগিয়ে আসলে তাদেরও এলোপাথারি মেরে গুরুতর জখম করে। পরে স্থানীয় লোকজনের সহায়তায় আবুল খায়েরসহ আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আবুল খায়ের ও তার ছোট ছেলে ফরহাদ হোসেনকে মৃত ঘোষণা করে।
এ ঘটনায় আবুল খায়েরের অপর ছেলে রিফাত হোসেনসহ আরো দুইজন গুরুতর আহত হয়। আহতদের সবাই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় নিহত আবুল খায়েরের ছেলে বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করে।
এই ঘটনায় গত বৃহস্পতিবার বিকালে র্যাব-১৪ এর একটি আভিযানিক দল তথ্যপ্রযুক্তি ব্যবহার করে হত্যাকান্ডে জড়িত মো. কামাল হোসেন (৫২) ও তার স্ত্রী জাহানারা (৪০) কে সাভারের বাইপাইল থেকে এবং কামাল হোসেনের জামাতা নাঈম (১৯) ও কামাল হোসেনের ১৫ বছরের ছেলে রিয়াদকে জয়দেবপুর থেকে আটক করে। আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করে। বাকি আসামীদের আটকের চেষ্টা চলছে বলে জানান তিনি।