ময়মনসিংহে দুই দিনব্যাপী উদ্ভাবনী মেলা

অনলাইন ডেস্ক : মাঠ পর্যায়ের সম্ভাবনাময় উদ্ভাবনী উদ্যোগ ও উদ্ভাবককে চিহ্নিত করা, সরকারের উদ্ভাবনী কার্যক্রম, সেবাসমূহ পরিচিত করা এবং মাঠ পর্যায়ের উদ্ভাবনসমূহ সারাদেশে ছড়িয়ে দেওয়ার সুযোগ তৈরি করার লক্ষ্যে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার কার্যালয়ের আয়োজনে বিভাগীয় পর্যায়ে দুই দিনব্যাপী ”উদ্ভাবনী মেলার” ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার মোঃ শফিকুর রেজা বিশ্বাস।

মঙ্গলবার সকালে এ উপলক্ষে নগরীর শিল্পাচার্য জয়নুল আবেদিন পার্কের বৈশাখী মঞ্চে এক আলোচনা সভাযর আয়োজন করা হয়। অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনার মোঃ শফিকুর রেজা বিশ্বাস, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ মুহিদুল ইসলাম, রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচাৰ্য্য, জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব ড. সৈয়দা ফারহানা নূর চৌধুরী, জেলা প্রশাসক মোঃ মোস্তাফিজার রহমান, সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলী। উদ্বোধন শেষে মেলায় অংশগ্রহণকারী ২৩টি স্টল পরিদর্শন করেন অতিথিবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন- বিভাগীয় কমিশনার কার্যালয় ও বিভাগীয় দপ্তরের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ প্রমুখ।