
মাসুদ রানা, ময়মনসিংহ ৫ এপ্রিল :
ময়মনসিংহ নগরীর মধ্য বাড়েরা এলাকায় ট্রাকের ধাক্কায় রুমডো পলিটেকনিকের ৩ ছাত্র আহতের ঘটনায় নিরাপদ সড়কের দাবিতে রাস্তা অবরোধ করে আন্দোলন করেছে সাধারণ শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে রাস্তায় ইট পাটকেল মেরে পথচারীদের আতঙ্কে রাখেন। খবর পেয়ে কোতুয়ালী মডেল থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্হিতি নিয়ন্ত্রণে আনে।
বুধবার (৫ এপ্রিল) সকাল সাড়ে ১০ থেকে সাড়ে ১১ টা পর্যন্ত নগরীর মধ্য বাড়েরা এলাকায় রুমডো পলিটেকনিকের সামনের রাস্তা অবরোধ করে ঘন্টাব্যাপী আন্দোলন করেন শিক্ষার্থীরা। পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা।
এদিকে সড়ক বিভাগ দাবি মেনে নিয়েছে বলে জানা গেছে। তবে শিক্ষার্থীরা বলছে ৫ দিনের মধ্যে দাবি কার্যকর না হলে আগামী ১১ এপ্রিল থেকে আবারও লাগাতার আন্দোলন শুরু হবে।
এরআগে গতকাল ৪ এপ্রিল বিকেলে কলেজ ছুটি হওয়ার পর ছাত্ররা বাড়ি ফেরার পথে দ্রুত গতির একটি ট্রাকের ধাক্কায় সিভিল ডিপার্টমেন্টের ৩ ছাত্র আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেলে (মমেক) হাসপাতালে নিয়ে ভর্তি করেন। সন্ধ্যার একজনের অবস্থা আশঙ্কাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য ঢাকা রেফার্ড করা হয়।