
নিউজ ডেস্ক : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস বিভাগীয় শহর ময়মনসিংহে পুষ্পস্তবক অর্পন, আলোচনা সভা ও চিত্রাংকন প্রতিযোগিতাসহ নানা কর্মসূচীর মাধ্যমে পালিত হয়েছে।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ময়মনসিংহ জেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় সার্কিট হাউজ প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শুক্রবার সকালে বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাস পুষ্পস্তবক অর্পন করেন।
পরে রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্রাচার্য, স্থানীয় সরকারের বিভাগীয় পরিচালক ফরিদ আহমেদ, জেলা প্রশাসক মোস্তাফিজার রহমান, পুলিশ সুপার মাছুম আহমেদ, অতিরিক্ত বিভাগীয় কমিশনার আনোয়ার হোসেন, সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইউসুফ আলী,ময়মনসিংহ প্রেসক্লাব, ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নসহ বিভাগীয় ও জেলা প্রশাসনের কর্মকর্তা এবং মুক্তিযোদ্ধাসহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পন করেন।
এছাড়াও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্ম বার্ষিকী উপলক্ষে জেলার বিভিন্ন স্থানে নানা সংগঠনের উদ্যোগে চিত্রাংকন প্রতিযোগিতাসহ বিভিন্ন স্কুল-কলেজে বঙ্গবন্ধুর জীবনী নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।