ময়মনসিংহে কোতোয়ালির অভিযানে পরোয়ানাভুক্তসহ গ্রেফতার ১৭

ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ বিভিন্ন অপরাধের দায়ে ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে। রবিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টাায় পৃথক এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।

কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা’র নির্দেশে নগরীর আইন শৃংখলা নিয়ন্ত্রণ, মাদক, চুরি ছিনতাই ও ডাকাতি প্রতিরোধসহ সাজাপ্রাপ্ত ও পরোয়ানা ভুক্ত অপরাধীদের গ্রেফতারে কোতোয়ালি পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

আটককৃতরা হলো, মনিরুজ্জামান ওরফে মনির, সাদেকুল ইসলাম ওরফে সজিব, মোঃ হুমায়ুন কবির ও মোঃ স্বপন মিয়া। এদের মাঝে একই ব্যক্তির নামে একাধিক পরোয়ানা রয়েছে বলে পুলিশ জানায়। রবিবার গ্রেফতারকৃতদেরকে আদালতে পাঠিয়েছে পুলিশ।