মদিনায় স্বর্ণ ও তামার খনির সন্ধান

মদিনার আবা আল-রাহা এলাকায় স্বর্ণ ও আল-মাদিকের চারটি স্থানে তামার খনি আবিষ্কারের ঘোষণা দিয়েছে সৌদি আরব।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) ইউএই-ভিত্তিক সংবাদমাধ্যম ‘আল-আরাবিয়া’ সূত্রে এই তথ্য জানা গেছে।

সৌদি আরব প্রত্যাশা করছে, নতুন আবিষ্কারগুলোর মাধ্যমে আঞ্চলিক এবং বৈশ্বিক বিনিয়োগকারীদের আকৃষ্ট করে জাতীয় অর্থনীতিতে অবদান রাখবে। আবিষ্কৃত খনিগুলোতে প্রত্যাশিত বিনিয়োগের আকার ৫৩৩ মিলিয়ন ডলার এবং সেখানে প্রায় ৪ হাজার লোকের কর্মসংস্থান হবে বলে আশা করা হচ্ছে। যদিও গত মে মাসে সৌদি আরবের শিল্প ও খনিজ সম্পদ মন্ত্রণালয় খনি খাতে ৩২ বিলিয়ন বিনিয়োগের লক্ষ্যে রূপরেখা দিয়েছিল।

প্রসঙ্গত, সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান কর্তৃক প্রতিষ্ঠিত ভিশন-২০৩০ বাস্তবায়নের চিহ্নিত খাতগুলোর একটি হল ‘খনি’। গত জুনে সৌদি ক্রাউন প্রিন্স যখন গবেষণা ও উন্নয়ন খাতের জন্য জাতীয় অগ্রাধিকার (ন্যাশনাল প্রায়োরিটি) ঘোষণা করেন, তখন দ্রুত বর্ধনশীল খনি খাতের টেকসই উন্নয়ন এর কেন্দ্রবিন্দুতে ছিল।

উল্লেখ্য, গত জানুয়ারিতে সৌদি ভূতাত্ত্বিক সমবায় সমিতির চেয়ারম্যান অধ্যাপক আবদুল আজিজ বিন লাবন সৌদি নিউজ প্রেস এজেন্সিকে (এসপিএ) জানিয়েছেন, সৌদি আরবে সাড়ে পাঁচ হাজারের মতো খনির অবস্থান রয়েছে। এর মধ্যে রয়েছে বিভিন্ন ধাতু এবং অধাতু শিলা, নির্মাণসামগ্রী, আলংকারিক শিলা এবং রত্ন পাথর।