
বিনোদন ডেস্ক : বর্তমান সময়ের আলোচিত ভারতীয় টিভি অভিনেত্রী এবং মডেল উরফি জাভেদ অদ্ভুত রকমের পোশাক পরে ভাইরাল হয়েছেন। যে কোনো ধরনের পোশাক পরে প্রতিনিয়ত বাইরে বের হয়ে আলোচনায় থাকছেন তিনি।
সম্প্রতি ‘পিটার’ নামক কফি শপে ব্যতিক্রমধর্মী পোশাক পরে ক্যামেরার সামনে পোজ দেন উরফি জাভেদ, যা অনলাইনে ফ্যাশনপ্রেমীদের ভ্রু কুঁচকে দিয়েছে।
উরফির লুকের সবচেয়ে হাইলাইটিং অংশ হলো তার উপরের অংশ। অভিনেত্রী এবার ব্র্যালেট বা ক্রপ টপ পরেননি। এবার টপের পরিবর্তে শুধু গলায় অনেক চেইন পরেছেন এই অভিনেত্রী। সবচেয়ে মজার ব্যাপার হলো উরফির পরা চেইনগুলোতেও তালা লাগানো আছে।
উরফি গলায় যে চেইনটি পরেছিল, তাতে গোলাপি, নীল এবং কালো রঙের অনেকগুলো তালা এবং সেফটিপিন রয়েছে। গলায় তালা এবং শিকলের সঙ্গে একটি বিকিনি এবং নেটযুক্ত স্কার্ট নিচের অংশে যুক্ত করে শরীর ঢেঁকেছেন এই অভিনেত্রী, যা দেখতে সত্যিই অদ্ভুত লাগছে।