
তুরস্কে ভূমিকম্পের ২০৩ ঘণ্টার পরও এক নারীকে জীবিত উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। দক্ষিণ তুর্কি শহর হাতায়ের একটি ভবনের ধ্বংসস্তূপ থেকে ওই নারীকে উদ্ধার করা হয়।
১৪ ফেব্রুয়ারি, মঙ্গলবার রাতে আল-জাজিরার বরাতে এই তথ্য জানা গেছে।
এদিকে, তুরস্কে ধ্বংসস্তূপ থেকে ৮ হাজারেরও বেশি মানুষকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।
তুর্কি মিডিয়া জানিয়েছে, ৭ দশমিক ৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে দেশটিতে ৩১ হাজার ৯৭৪ জন নিহত হয়েছে। অন্যদিকে, সিরিয়ায় ৫ হাজার ৮০০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশদুটিতে নিহতের সংখ্যা ৩৭ হাজার ছাড়িয়েছে।