
শুক্রবার ২৫ নভেম্বর সকালে উপজেলার হবিরবাড়ী এলাকায় সাড়া মানবিক বৃদ্ধ আশ্রমের নিজস্ব নতুন ভবনের শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এর চেয়ারম্যান আবু হেনা মোঃ রহমাতুল মুনিম।
উদ্বোধন শেষে স্থানীয় সংসদ সদস্য কাজিম উদ্দিন আহমেদ ধনুর সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, সিনিয়র সচিব ও নির্বাহী চেয়ারম্যান বাংলাদেশ ইনভেস্টম্যান্ট ডেভেলপম্যান্ট অর্থারিটি (বিডা) লোকমান হোসেন মিয়া, শের-ই-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর ডঃ শাহ্-ই আলম,পানি সম্পদ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মোঃ রোকন উদ দৌলা, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, আসপাডা পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশনের নির্বাহী প্রধান ও সাড়া মানবিক বৃদ্ধ আশ্রম চেয়ারম্যান আলহাজ্ব এম.এ আবদুর রশিদ, ভালুকা পৌর মেয়র ডাঃ মেজবাহ উদ্দিন কাইয়ুম ,ভালুকা প্রেস ক্লাবের সভাপতি কামরুল হাসান পাঠান কামাল, জেলা আ’লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক হাজী রফিকুল ইসলাম, সাড়া বৃদ্ধ আশ্রমের পরিচালক এম,এ মালেক, হবিরবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ বাচ্চু। সঞ্চলনা করেন মীর আহসান বাপ্পী।
আসপাডা পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশনের নির্বাহী প্রধান ও সাড়া মানবিক বৃদ্ধ আশ্রম চেয়ারম্যান আলহাজ্ব এম.এ আবদুর রশিদের ব্যক্তিগত অর্থায়নের ২একর জমির উপর ১কোটি,৬০লাখ টাকা ব্যয়ে ভবনটি নির্মাণ করা হয়েছে।
আশ্রমটিতে ১শতজন অনাথ ব্যক্তির থাকার ব্যবস্থা রয়েছে। বর্তমানে ১৯জন নারী পুরুষ বসবাস করছেন।তাদেরকে দেখবাল করার জন্য ৫জন সেবক সেবিকার রয়েছে।