
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ময়মনসিংহের ভালুকায় ৮ দিনব্যাপী ভাষা সৈনিক মোস্তফা এম এ মতিন অমর একুশে বই মেলা উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা পরিষদ চত্ত্বরে ফিতা কেটে এ মেলার উদ্বোধন করা হয়। ভাষা সৈনিক মোস্তফা এম এ মতিন পরিষদের আয়োজনে, মহিলা আসনের সংসদ সদস্য মনিরা সুলতানা মনির সভাপতিত্বে বইমেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ আলহাজ্ব কাজিম উদ্দিন ধনু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এড. শওকত আলী, পৌর মেয়ের ডা. একেএম মেজবাহ উদ্দিন কাইয়ুম, উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান ড. কবি সেলিনা রশিদ, উপজেলা যুবলীগের সভাপতি আনিসুর রহমান রিপন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি জাকির হোসেন শিবলী, বিজয় কুমার সরকার প্রমুখ।
এছাড়াও উপজেলা আওয়ামী লীগ ও বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে অতিথিরা বিভিন্ন বইয়ের স্টল ঘুরে দেখেন। মেলায় ২৬টি স্টলে উপজেলার কবি-সাহিত্যিকের বইয়ের স্টল, ভালুকা সাহিত্য সংসদ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, নানান প্রকাশনী ও লাইব্রেরী মালিকেরা গ্রন্থ মেলায় অংশ নেন।
বই মেলা উপলক্ষ্যে মেলা প্রাঙ্গনে আলোচনা সভা, সাংঙ্কৃতিক অনুষ্ঠান সভার আয়োজন করা হয়। ৮ দিনব্যাপী অনুষ্ঠিত এই মেলায় মোট ২৬ টি স্টল অংশগ্রহণ করছে। এছাড়া প্রতিদিন সন্ধ্যায় নির্ধারিত মঞ্চে সংস্কৃতিক অনুষ্ঠান হবে বলে আয়োজকেরা জানান।
উল্লেখ্য গত একযুগেরও বেশী সময় ধরে ভালুকায় বইমেলা অনুষ্ঠিত হয়ে আসছে