
অনলাইন ডেস্ক :
অপর্ণা আক্তার ইতি নামের এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে কুপিয়ে জখম করছে ছিনতাইকারীরা।
অপর্ণা আক্তার ইতি রাজধানীর আফতাবনগরে বেসরকারি ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ২০২১-২০২৩ ব্যাচের ফার্মেসি বিভাগের শিক্ষার্থী। তাকে কুপিয়ে জখম করেছে ছিনতাইকারীরা। রবিবার (২ এপ্রিল) রাতে আফতাবনগর বি ব্লকে সন্ত্রাসীদের আঘাতে মারাত্মক আহত হয় ইতি। আহত ঐ শিক্ষার্থীর অপারেশন সফল হয়েছে।
আহত শিক্ষার্থীর সহপাঠী তানভীর কায়েস বলেন, রোববার রাত ১০ টায় ঢাকা ইমপিরিয়াল কলেজ সংলগ্ন জিম থেকে বের হয়ে বাসার (রয়েল’স হোস্টেল) উদ্দেশ্যে রওনা হন এ শিক্ষার্থী৷ এসময় ৩-৪ জন ছিনতাইকারী এসে তার মোবাইল, টাকা ও ব্যাগ চায়।
সে এগুলো দিতে অপারগতা প্রকাশ করলে তাদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয় এবং এক পর্যায়ে ছিনতাইকারীরা তাদের সাথে থাকা চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মকভাবে আহত করা হয়৷ আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে ঢাকা মেডিকেল ও পরে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। পঙ্গু হাসপাতালে অপারেশনের মাধ্যমে তার হাতে অস্ত্রোপচার সম্পন্ন করা হয়েছে।
এ ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা বলেন, এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতকরণে দ্রুত অপরাধীদের গ্রেফতারের জোর দাবি জানাই।
তারা আরো বলেন, ক্যাম্পাস সংলগ্ন এলাকায় এ ঘটনা চরম দু:খজনক। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতকরণে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যথাযথ পদক্ষেপের জোর দাবি জানান।